NOW READING:
দিনভর প্রবল বর্ষণ, জলমগ্ন এলাকা, অন্ডাল বিমানবন্দরে বাতিল ৪টি উড়ান
August 2, 2024

দিনভর প্রবল বর্ষণ, জলমগ্ন এলাকা, অন্ডাল বিমানবন্দরে বাতিল ৪টি উড়ান

দিনভর প্রবল বর্ষণ, জলমগ্ন এলাকা, অন্ডাল বিমানবন্দরে বাতিল ৪টি উড়ান
Listen to this article


মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: বৃষ্টিতে বিপর্যস্ত বিভিন্ন জেলা (West Burdwan)। কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে ভাসল অন্ডালের বহু এলাকা। জলমগ্ন হওয়ার জন্য নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ স্থানীয়দের।  এদিকে অন্ডাল বিমানবন্দরে বাতিল করা হয় ৪টি উড়ান।

প্রবল বর্ষণে ভাসল অন্ডাল : কয়েক ঘণ্টার ভারী বর্ষণেই বিপর্যস্ত খনি অঞ্চল। প্রবল নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধে থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আর বৃষ্টি হলেই খনি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ধসের আশঙ্কা। পাশাপাশি জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভারী বর্ষণের জেরে বাড়িঘর রাস্তাঘাট ভেসেছে জলে। এক হাঁটু জলে রাস্তায়, যান চলাচল বিপর্যস্ত। বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ায় বাড়িতেও ঢুকেছে জল।                                                  

শুক্রবার ভোর বেলা অন্ডালের খান্দরা পঞ্চায়েত অফিসের সামনের রাস্তা থেকে শুরু করে প্রায় বেশ কয়েকটা বাড়ি জলমগ্ন। নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা সুনীল কুমার বর্ণওয়াল ও মহম্মদ সেলিমরা জানান, প্রত্যেকবারেই ভোটের আগে এলাকার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার ঠিক করার আশ্বাস দেয় রাজনৈতিক দল। কিন্তু ভোট পেরোলেই আর দেখা পাওয়া যায় না। সিদুলি এলাকার খানদরা পঞ্চায়েত সংলগ্ন অঞ্চলের নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ একটু বৃষ্টি হলেই রাস্তার উপর জল জমে যায়। বিপর্যস্ত এলাকা। স্থানীয়রা জানান, এত বৃষ্টিপাতের কারণে, এলাকার প্রায় ১০ থেকে ১২টি বাড়ি জলমগ্ন। সারারাত এই প্রবল বৃষ্টিতে সাংঘাতিক সমস্যায় কাটিয়েছেন তাঁরা। এর আগেও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল, এলাকার নিকাশিনালা সাফাই করার বিষয়ে। কিন্তু কোনও কাজ না হওয়ায় আজ দুর্ভোগে পড়তে হয়েছে স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, অন্তত শাসকদলের পঞ্চায়েত প্রধান বা এই মুহূর্তে তাদের এলাকা পরিদর্শন করুক। গতকাল রাত থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এলাকায় কোনও শাসকদলের প্রতিনিধিকে দেখা যায়নি বলে অভিযোগ।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura News: জলের তলায় বিঘার পর বিঘা জমি, লাগাতার বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের

আরও দেখুন



Source link