কলকাতা: মাঝ ডিসেম্বরে জেলায় জেলায় শুরু শীতের প্রথম স্পেল। দাপুটে ব্যাটিংয়ে একাধিক জেলাসহ কলকাতাতেও জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে চরমে শৈত্যপ্রবাহ।
মাত্র ৩ দিনে কলকাতার পারদ লাফ দিয়ে নেমেছে অনেকটাই। গত ৩ দিনে ৫ ডিগ্রির কাছাকাছি পারদ পতন হয়েছে। পারদ পতন দক্ষিণবঙ্গ জুড়েই হয়েছে। পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলায় ১০ ডিগ্রির নিচে রয়েছে পারদ। শৈত্য প্রবাহের হলুদ সতর্কতা জারি থাকছে এই জেলাগুলিতে।
Special Bulletin
Cold wave likely in some districts of West Bengal pic.twitter.com/yam4lrfcFX
— IMD Kolkata (@ImdKolkata) December 13, 2024
শীতের দাপট বাড়তেই রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আবহাওয়া। আপাতত বাংলার কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে তাপমাত্রা নামবে হিমাঙ্কের নিচে।
হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত শীতের এই স্পেল জারি থাকবে। শহর কলকাতায় তাপমাত্রা হঠাৎ করেই ২-৩ ডিগ্রি কমে গিয়েছে। আগামী চার দিনের মধ্যে আবহাওয়ার উষ্ণতা আরও কিছুটা নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্তমানে ১৩ ডিগ্রির কাছাকাছি রয়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে আরও বেশ কিছুটা নামবে পারদ।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দু’টি অংশে ঘন কুয়াশা থাকবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন