NOW READING:
ভোটের ফলপ্রকাশের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, আজ কেমন থাকবে আবহাওয়া ?
August 2, 2024

ভোটের ফলপ্রকাশের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, আজ কেমন থাকবে আবহাওয়া ?

ভোটের ফলপ্রকাশের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, আজ কেমন থাকবে আবহাওয়া ?
Listen to this article


কলকাতা: কেরলে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। বাংলায় আগমনেরও আর বেশি দিন বাকি নেই। এদিকে পয়লা জুন সপ্তম দফা ভোটের দিনেই, গোটা রাজ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা কথা শুনিয়েছিল হাওয়া অফিস। আজ ২ জুন কেমন থাকবে  আবহাওয়া ? জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)।

বঙ্গের প্রায় ২৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকাল সাড়ে আটটা অবধি দুই বঙ্গের প্রায় ২৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ৮ জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৫ জেলাতেও ঝোড়ো হাওয়া বইবে। প্রতিঘণ্টায় গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিমি। এছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গের ৮ জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ৪ জেলায়

পাশাপাশি ২ জুন রাজ্যের ১৫ জেলায় ফের ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ৪ জেলায়। মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। ৩ জুন সোমবার উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৮ জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৮ জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এবং ভোটের রেজাল্টের দিন দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন, ‘পরের বছর আর থাকব কিনা..’, হুইলচেয়ারে এসেও ভোট দিতে পারলেন না ৯২-এর মায়ালতা রায়

অপরদিকে, সিকিমেও ২ জুন প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ ১১৫ মিলি থেকে ২০০ মিলিমিটাও ছাড়াতে পারে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ভয়াবহ তাপপ্রবাহ শুরু হয়েছে দেশের একাধিক রাজ্যে। তবে তীব্র তাপপ্রবাহের মুখোমুখী হয়েছিল বাংলা। তবে আপাতত মুক্তি মিলেছে। জলীয়বাস্প জমে আর্দ্রতা চরমে উঠলেও, তাপপ্রবাহ নেই। বরং বর্ষায় অপেক্ষায় গোটা বাংলা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

  

আরও দেখুন





Source link