NOW READING:
তীব্র দাবদাহের মধ্যে সুখবর, সপ্তাহান্তে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস ! চলবে মঙ্গলবার পর্যন্ত..
April 24, 2025

তীব্র দাবদাহের মধ্যে সুখবর, সপ্তাহান্তে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস ! চলবে মঙ্গলবার পর্যন্ত..

তীব্র দাবদাহের মধ্যে সুখবর, সপ্তাহান্তে ঝড় ও  বৃষ্টির পূর্বাভাস !  চলবে মঙ্গলবার পর্যন্ত..
Listen to this article


অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণবঙ্গে দাবদাহ। হাওয়া অফিস জানিয়েছে,শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তি। তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলায়। চরম অস্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি উত্তরবঙ্গে উপরের দিকের জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে কয়েক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। 

আরও পড়ুন, কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গিদের হাতে খুন বঙ্গসন্তান ! আজ ফিরছে নিহত IB অফিসার মণীশের দেহ, লোকে লোকারণ্য ঝালদার বাড়িতে ..

কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

আসাম এবং তামিলনাডু এবং বিহারে ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার। উত্তর দক্ষিণ অক্ষরেখা ছত্তিশগড় থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত। যেটি বিদর্ভ কর্ণাটক, তামিলনাডু ও তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত।দক্ষিনবঙ্গে আজ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। এই জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম যেমন রয়েছে তেমনি বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলা ও রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও গরম এবং অস্বস্তি থাকবে।

কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?

 শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে বুধবার ঝড়ের পরিমাণ কমলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের দিকের কয়েকটি জেলাতে। মালদা জেলাতে ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা তাপ ও প্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত। 

শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতায়

 কলকাতায় রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া শহর জুড়ে।  মূলত পরিষ্কার আকাশ; সূর্যের প্রখর তাপ এবং গরমের অস্বস্তি চরম এ উঠবে। রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে ফের হাওয়া বদল হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮৮ শতাংশ। 

ভিনরাজ্যে অতি ভারী বৃষ্টি

 ভিনরাজ্যে অতি ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে। ভারী বৃষ্টি হবে মিজোরাম মনিপুর নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও।তাপপ্রবাহের সম্ভাবনা উত্তর প্রদেশ বিদর্ভ এবং মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় ঝাড়খন্ড ও ওড়িশাতে।। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার ঝাড়খন্ড কঙ্কন গোয়া কেরালা মাহে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম গুজরাট তামিলনাড়ু করাইকাল ও পণ্ডিচেরিতে। বাংলা বিহার ওড়িশা ও তেলেঙ্গানাতে গরম রাতের অস্বস্তি।

আরও দেখুন



Source link