NOW READING:
সন্ধ্যা রাতে আচমকাই ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি বাঁকুড়া ও হুগলিতে ! স্বস্তি কলকাতাতেও..
March 16, 2025

সন্ধ্যা রাতে আচমকাই ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি বাঁকুড়া ও হুগলিতে ! স্বস্তি কলকাতাতেও..

সন্ধ্যা রাতে আচমকাই ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি বাঁকুড়া ও হুগলিতে ! স্বস্তি কলকাতাতেও..
Listen to this article


সুনীত হালদার, বাপন সাঁতরা এবং পূর্ণেন্দু সিংহ, কলকাতা: চৈত্রের চাঁদিফাটা রোদ্দুরে হাঁসফাসের মধ্য়ে বঙ্গের দুই জেলায় সাময়িক স্বস্তি। খুবই সামন্য হলেও সন্ধ্যা রাতে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজল কলকাতা । তবে বাঁকুড়া শহর ও হুগলির আরামবাগে বিকেল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এদিকে শিলাবৃষ্টির জেরে চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা।

চৈত্রের শুরুতেই কালবৈশাখীর ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি। রবিবার বিকালের পর হুগলির গোঘাটের বিভিন্ন এলাকায় দেখা যায় এছবি। তুমুল ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হতে দেখা যায়। শিলাবৃষ্টির জেরে রাস্তা, মাঠ ভরে যায় সাদা চাদরে। শিলাবৃষ্টির জেরে চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের। চৈত্রের অস্বস্তিকর গরম থেকে  স্বস্তির বৃষ্টি উলবেরিয়াতেও। রবিবার বিকেল থেকেই হঠাৎ আকাশে মেঘ ঘনীভূত হয়। তারপর রাত ৮ টা নাগাদ ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গেই স্বস্তির বৃষ্টি হয় উলুবেড়িয়া শহরে । তীব্র গরম থেকে স্বস্তি উলুবেড়িয়াবাসীর।

প্রবল গরম ও উত্তাপ থেকে সাময়িক স্বস্তি বাঁকুড়ায়। প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। তাপের জ্বালা থেকে রবিবার ক্ষণিকের ঝড় ও শিলা বৃষ্টি স্বস্তি দিল বাঁকুড়াবাসীকে।  রবিবাসরীয় সকাল শুরু হয় কুয়াশা দিয়ে। বেলা গড়াতেই প্রবল রোদের চোখ রাঙানি আর তাপে নাজেহাল জেলাবাসী। বিকেলের দিকে উত্তরে মেঘের সাথে ধেয়ে আসে ঝড় সাথে প্রবল শিলা বৃষ্টি। বাঁকুড়ার জয়পুর সহ বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টি ও শিলা বৃষ্টির জেরে জেলার মানুষকে খানিক স্বস্তি দিল রবিবাসরীয় বিকেলের ঝড় বৃষ্টি।

আরও পড়ুন, ‘ সুদীপ একদম সুস্থ..’, জানালেন খোদ সাংসদের স্ত্রী, মানতে নারাজ কুণাল ! কেন মনে করালেন ‘সাধন পাণ্ডের’ কথা ?

আরও দেখুন



Source link