<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:</strong> ছট পুজোয় পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই।নতুন করে দিন রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা কম রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। নভেম্বরের শেষে এই শীতের আমেজ বাড়বে রাজ্যজুড়ে। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ওইদিন বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দার্জিলিং ও কালিম্পং জেলায়। </p>
<p>দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। এছাড়া আরও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশে। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। নভেম্বরের শেষ দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে হাওয়ার পূর্বাভাস।</p>
<p>বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার জগদ্ধাত্রী পূজার নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।</p>
<p> সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রবিবার থেকে পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে। </p>
<p> মূলত শুষ্ক আবহাওয়া। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। শনিবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে। কলকাতায় শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনাও নেই। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা রয়েছে।মূলত আংশিক মেঘলা আকাশ। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৪ শতাংশ। </p>
<p>আরও পড়ুন, <a title="কলকাতা মেডিক্যালে বেড বিক্রির অভিযোগ, কী তথ্য এল তদন্ত কমিটির হাতে ?" href="https://bengali.abplive.com/district/kolkata-medical-college-in-spite-of-critical-care-unit-and-general-bed-selling-scam-allegation-investigation-team-claims-there-are-no-prove-1104014" target="_self">কলকাতা মেডিক্যালে বেড বিক্রির অভিযোগ, কী তথ্য এল তদন্ত কমিটির হাতে ?</a></p>
<p> ভিন রাজ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির আশঙ্কা। আজ ও আগামীকাল তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল ভারী বৃষ্টির সতর্কতা।শনিবার ও রবিবার তামিলনাড়ু, পন্ডিচেরি ,করাইকাল ,কেরল, মাহে ও অন্ধ্রপ্রদেশে ইয়ানাম ও রায়লসীমাতে ভারী বৃষ্টি হতে পারে।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1731028695254000&usg=AOvVaw0nc59BQSxkzYPfj_O_0PC7">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link
ডানা ঝাপটানোর অপেক্ষায় উত্তুরে হাওয়া ! নামতে পারে তাপমাত্রা ? শীতের আমেজ কবে থেকে ?
Read Time:6 Minute, 23 Second