NOW READING:
শীতের মধ্যেই বৃষ্টির আশঙ্কা, তুষারপাত হতে পারে দার্জিলিঙে ! কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
January 21, 2025

শীতের মধ্যেই বৃষ্টির আশঙ্কা, তুষারপাত হতে পারে দার্জিলিঙে ! কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

শীতের মধ্যেই বৃষ্টির আশঙ্কা, তুষারপাত হতে পারে দার্জিলিঙে ! কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
Listen to this article



<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: </strong>সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা।উত্তরবঙ্গে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস থাকলেও, তেমন কোনও আশঙ্কা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া ? দেখুন একনজরে।</p>
<p>&nbsp;দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের। বুধবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। দক্ষিণ পূর্ব বাতাস বা পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আবহাওয়ার পরিবর্তন সপ্তাহের মাঝামাঝি।আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। আসামে ও রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর প্রদেশ থেকে উত্তর রাজস্থান পর্যন্ত রয়েছে অক্ষরেখা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার ২২ জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।&nbsp;</p>
<p>দক্ষিণবঙ্গে সামান্য পারদ পতন। শীতের আমেজ একটু বাড়ল। তবে সকাল সন্ধ্যা থাকলেও শীতের আমেজ উধাও দিনে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২ দিন একই রকম থাকবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ থাকবে। হালকা কুয়াশা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।</p>
<p>উত্তরবঙ্গে ফের বৃষ্টির আশঙ্কা। হতে পারে তুষারপাত। ২৪ জানুয়ারি শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। দার্জিলিং ,আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ঘনকুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমবে। আগামী &nbsp;দু-দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।। আপাতত বৃষ্টির সম্ভাবনাও দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে। তার প্রভাবে বদলাবে &nbsp;উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া।</p>
<p>আরও পড়ুন, <a title="’এবার স্মার্টফোন দেওয়া হবে এদের..’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর" href="https://bengali.abplive.com/district/cm-mamata-banerjee-announces-state-government-distributes-smart-phone-to-asha-worker-1116366" target="_self">’এবার স্মার্টফোন দেওয়া হবে এদের..’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর</a></p>
<p>&nbsp;কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে। সকাল ও সন্ধ্যা শীতের আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। আগামী পাঁচ দিনে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর। সকালে খুব হালকা কুয়াশা। আগামী দুদিন প্রায় একইরকম তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কুয়াশার সম্ভাবনাও বাড়বে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৭ শতাংশ।&nbsp;</p>
<p><strong>&nbsp;</strong></p>



Source link