কলকাতা : আজ সন্ধ্যা রাতে আচমকাই ঝড় ও বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শিলাবৃষ্টির খবরও মিলেছে। একের পর এক বাজ পড়ছে। তারই মাঝে নববর্ষে স্বস্তির আবহাওয়া কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
আরও পড়ুন, চাকরিহারাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা শিক্ষামন্ত্রীর ! কী বললেন ব্রাত্য বসু ? ‘রাজ্য সরকার..’
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বৈশাখের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে অক্ষরেখা। তার জেরে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এই ৪ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন