
তাপপ্রবাহের চোখরাঙানি। দক্ষিণবঙ্গের সাত জেলায় শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি। ঈদের দিনেও থাকবে একই পরিস্থিতি।

তবে শনিবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। ওপরের তিন থেকে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা।

দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে।

উপরের দিকের দার্জিলিং কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি।

বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে কোচবিহার জেলাতে। রবিবার ও সোমবারেও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।

আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একইরকম থাকবে তাপমাত্রা।

এদিকে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। আজ সাতজেলাতে তাপ ও প্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে।

দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।

হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে।

আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
Published at : 29 Mar 2025 01:12 PM (IST)
আরও জানুন জেলার
আরও দেখুন