<p><strong>কলকাতা:</strong> বাংলায় মৌসুমি অক্ষরেখা সক্রিয়। তার উপর দোসর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ! এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই মঙ্গলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে রাজ্যের জেলায় জেলায়। যদিও বুধেও থাকছে সেই আশঙ্কা। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ? দেখুন এক নজরে।</p>
<p>IMD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের ১৫ জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা করা হয়েছে। বুধবারও থাকছে হলুদ সতর্কতা। সতর্কতার আওতায় থাকছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায়। </p>
<p>আরও পড়ুন, <a title="’তীব্র ধিক্কার, বিচার পাক মৃতার পরিবার’, মুখ খুললেন RG Kar পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য" href="https://bengali.abplive.com/district/rg-kar-doctors-death-doctor-radha-gobinda-kars-familiys-fourth-generation-want-justice-for-victims-family-1090354" target="_self">’তীব্র ধিক্কার, বিচার পাক মৃতার পরিবার’, মুখ খুললেন RG Kar পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1724236513224000&usg=AOvVaw19vhLW-DERGNZ8h2GbtQ82">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo">বিস্তারিত আসছে..</div>
<div class="adL"> </div>
Source link
নিম্নচাপে প্রবল বর্ষণের আশঙ্কা, সতর্কতা দক্ষিণবঙ্গের এই ১৫ জেলা ! আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

+ There are no comments
Add yours