নতুন করে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! কোথায় রয়েছে ঘূর্ণাবর্ত ? গুরুত্বপূর্ণ আপডেট হাওয়া অফিসের..

Estimated read time 2 min read
Listen to this article



<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:&nbsp;</strong>দোরগড়ায় দোল উৎসব। এদিকে নতুন করে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এই মুহূর্তে কোথায় রয়েছে ঘূর্ণাবর্ত ? আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া &nbsp;? জরুরি আপডেট হাওয়া অফিসের।</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=R99IbE-USso[/yt]</p>
<p><strong>একনজরে</strong></p>
<p>হোলির দিনে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি দার্জিলিং, কালিম্পং- সহ ওপরের পাঁচ-ছয় জেলায়।দার্জিলিং -সহ তিন জেলায় আজ বৃষ্টি। আগামীকাল উত্তরবঙ্গের উপরের দিকের ৬ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। দোল উৎসবে কলকাতায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। জেলায় জেলায় সকাল ও সন্ধ্যেবেলায় মনোরম আবহাওয়া। বেলা বাড়লে দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া।&nbsp;</p>
<p><strong>নতুন করে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?</strong><br />&nbsp;<br />&nbsp;নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আগামীকাল ১২মার্চ। আসাম এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত।দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। খুব সকালে এবং সন্ধ্যে হালকা মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। তবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। পারদ ঊর্ধ্বমুখী। আগামী তিন দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এ উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। আগামী চার পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।</p>
<p><strong>&nbsp;উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ?</strong></p>
<p>&nbsp;উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল বুধবার ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা।বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ,কোচবিহার ,উত্তর দিনাজপুর এই ছয় জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে।আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।&nbsp;</p>
<p><strong>কলকাতায় কেমন থাকবে আবহাওয়া ?&nbsp;</strong></p>
<p><br />&nbsp;কলকাতায় বেশ কিছুটা তাপমাত্রা বাড়ল। ক্রমশ বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। শুক্রবার হোলির দিনের আগেই ৩৫ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। আজ সকালবেলায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। পরে পরিষ্কার আকাশ। সন্ধ্যে ও সকালে মনোরম আবহাওয়া কিছুক্ষণের জন্য। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে; রাতে অস্বস্তি। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। গতকাল &nbsp;দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশ।</p>
<p>আরও পড়ুন, <a title="’তৃণমূলের যে ক’টা মুসলমান বিধায়ক জিতে আসবে, চ্যাংদোলা করে রাস্তায় ফেলব..’ ! ২৬-র আগে বিস্ফোরক শুভেন্দু" href="https://bengali.abplive.com/district/suvendu-adhikari-threats-which-muslim-tmc-mla-win-in-wb-assembly-election-they-all-thrown-out-1124393" target="_self">’তৃণমূলের যে ক’টা মুসলমান বিধায়ক জিতে আসবে, চ্যাংদোলা করে রাস্তায় ফেলব..’ ! ২৬-র আগে বিস্ফোরক শুভেন্দু</a></p>
<p><strong>ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন এলাকায় ?</strong></p>
<p>ভিনরাজ্যে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি ও করাই কাল এলাকায়। ভারী বৃষ্টি হবে কেরালা ও মাহেতে এবং অরুণাচল প্রদেশে।চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থান ও গুজরাটের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। <a title="তাপপ্রবাহ" href="https://bengali.abplive.com/topic/heat-wave" data-type="interlinkingkeywords">তাপপ্রবাহ</a> শুরু হবে বিদর্ভ এবং ওড়িশা রাজ্যে। গরম অস্বস্তিকর আবহাওয়া কর্ণাটক এবং কঙ্কন ও গোয়াতে।</p>
<p>&nbsp;</p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours