কলকাতা: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সমুদ্র উত্তাল থাকায় আজ পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সপ্তাহান্তে উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায়। উইকেন্ডে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া: বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে ঝড়-বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার, ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
মৎস্যজীবীদের সতর্কবার্তা: নিম্নচাপ বঙ্গোপসাগরে। নিম্নচাপের প্রভাবে উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। আজ বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।