অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বিশ্বকর্মা পুজোর আগে ফের দুর্যোগের ঘটঘটা। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং আশপাশে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে।দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর তৈরি হয়েছে একটা ঘূর্ণাবর্ত। ১২ সেপ্টেম্বর রাতে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপবলয় তৈরি হয়েছে। আজ, ১৩ সেপ্টেম্বরও একই অবস্থানেই থাকার কথা এই নিম্নচাপ বলয়ের। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে । পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ পরিণত হতে পারে।
ফের মৌসুমী অক্ষরেখা সক্রিয় পশ্চিমবঙ্গে। আজ ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান , বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
রবিবারেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জেলায়। পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। আগামীকাল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায়। প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ডে। বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নামার আশঙ্কা।
ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হিমাচলপ্রদেশ, হরিয়ানা, চণ্ডিগড়. রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম এবং মেঘালয়ে।
আরও পড়ুন, পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন