অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : শহরজুড়ে  প্রতিবাদের ঢেউ। প্রাক-দুর্গাপুজোর পরিবেশটা এবার অনেকটাই আলাদা। তেমনই যেন প্রকৃতির ক্যানভাস শরতে সেজেছে আলাদা রঙে।  আকাশে দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দফতরের আশঙ্কা, এ বৃষ্টি চলবে। আর প্রবল বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের নয়া স্লোগান, ‘বৃষ্টি যত বাড়বে, আমার দিদি বিচার পাবে’।

কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে অবস্থান ৯০ কিলোমিটার দূরে। আজ সন্ধে পর্যন্ত গভীর নিম্নচাপ হয়েই তা ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে। তারপর শক্তিক্ষয় করে চলে যাবে ঝাড়খণ্ডে।

তবে এর প্রভাবে গতকাল রাত থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান-সহ ১৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনাজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচা বাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। নামখানা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে।

অন্যদিকে, পাঞ্জাব থেকে বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায়, রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার  বেলা ১০ টা ৪৫ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৫ মিটার (১৬.৪১ ফুট) বৃদ্ধি পাবে। গঙ্গার ধারের লকগেটগুলি সকাল সাড়ে ৮ টা থেকে বেলা  ১ টা পর্যন্ত বন্ধ থাকবে। ওই সময়ে ভারী বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকবে শহরে। 

 এক নজরে দেখে নেওয়া যাক, কলকাতার কোথায় কোথায় শনিবার কতটা বৃষ্টি হল ( রাত ১২ টা থেকে )  – 

  • মানিকতলা ১৪ মিলিমিটার
  • দত্ত বাগান ১৭ মিলিমিটার
  • ধাপা ২৮ মিলিমিটার
  • তপসিয়া ৩৭ মিলিমিটার 
  •  উল্টোডাঙ্গা ৩৮ মিলিমিটার
  •  কামডহরি (গড়িয়া) ৫৪ মিলিমিটার 
  •  পাটুলি ৪৭ মিলিমিটার 
  •  পামার ব্রিজ (শিয়ালদা) ৩৮  মিলিমিটার
  •  ঠনঠনিয়া ১২ মিলিমিটার
  •  ট্যাংরা ৩৯ মিলিমিটার
  • পাগলাডাঙ্গা ৩৫ মিলিমিটার
  •  বালিগঞ্জ ১৩ মিলিমিটার
  •  মোমিনপুর ২০
  •  চেতলা ১৮ মিলিমিটার
  • যোধপুর পার্ক ৪২ মিলিমিটার
  • কালীঘাট ৩২ মিলিমিটার
  • জোকা ১৬ মিলিমিটার
  • বেহালা ২৬ মিলিমিটার

আরও পড়ুন :

বাংলাদেশে গভীর নিম্নচাপ, ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে এ-বঙ্গও? রবিবার অবধি কড়া নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *