# Tags
#Blog

আর অল্প সময়ের অপেক্ষা, ৬ জেলায় প্রবল বর্ষণ, শনি – রবিতে কলকাতায় দামাল প্রকৃতি?

আর অল্প সময়ের অপেক্ষা, ৬ জেলায় প্রবল বর্ষণ, শনি – রবিতে কলকাতায় দামাল প্রকৃতি?
Listen to this article


কলকাতা : আবহাওয়া দফতরের ( Weather Update ) পূর্বাভাস অনুসারে, মেঘলা আকাশেই ঘুম ভেঙেছে কলকাতার ( Kolkata Weather ) । দক্ষিণবঙ্গে  ( South Bengal Weather ) শনিবার অনেকগুলি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের উপর থেকে দুর্যোগের প্রভাব কাটছেই না। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উইকএন্ডে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ও উত্তরবঙ্গে। 

মৌসুমী অক্ষরেখাটি আপাতত বাংলার ওপর সক্রিয়।  অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঘূর্ণাবর্তটি অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ব উত্তর ওড়িশা, ছত্তিশগড় এলাকায়। এইটিই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ফলে তার জেরে হতে পারে বর্ষণ। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। 

শনিবার ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলি, দুই বর্ধমানে বেশ কিছু অংশে ভারী বর্ষণ হতে পারে। সেদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে দুই মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়ায়। উত্তরবঙ্গের উত্তরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। উইকএন্ডে বাড়বে বৃষ্টি। 

শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোম, মঙ্গল ও বুধ ভারী বৃষ্টি চলবে। স্বাধীনতা দিবস , বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি কিছুটা কমবে।  
 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal