# Tags
#Blog

ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি, রাখিতেও দুর্যোগের ইঙ্গিত কলকাতা-সহ জেলায়, জারি হল কমলা সতর্কতা

ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি, রাখিতেও দুর্যোগের ইঙ্গিত কলকাতা-সহ জেলায়, জারি হল কমলা সতর্কতা
Listen to this article


কলকাতা: সামান্য বিরতি নিয়েই ফের একনাগাড়ে বৃষ্টি। রবিবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে চলছে বৃষ্টি। বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ আরও শক্তিশালী হওয়াতেই একনাগাড়ে বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত নিম্নচাপটি একই অবস্থানে থাকবে। এর পর পশ্চিম এবং উত্তর-পশ্চিম অভিমুখে সরে যাবে। আগামী তিন-চার দিন সেটি বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে এগোবে বলে জানা গিয়েছে। ভারতীয় মৌসম বিভাগের (IMD) তরফে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। (West Bengal Weather Forecast)

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের ফলে ২১ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি, বজ্র-বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার প্রকোপও থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ ০৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আজ হুগলি, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ০৭-২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাখি পূর্ণিমাতেও বৃষ্টি চলবে। (West Bengal Weather Updates)

সোমবার মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় ভারী বৃষ্টি চলবে। বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদে। বৃষ্টিপাতের পরিমাণ ০৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হবে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। এর পর বৃষ্টি ধরে আসতে পারে ধীরে ধীরে।

১৮ থেকে ২১ অগাস্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি, বজ্রপাতের প্রকোপও রয়েছে। ১৯ ও ২০ অগাস্ট জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ২১ অগাস্টও বৃষ্টি অব্যাহত থাকবে। ০৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টি চলাকালীন দৃশ্যমানতা কমে আসবে। এর ফলে রাস্তাঘাটে যানজটের সম্ভাবনা রয়েছে। জায়গায় জায়গায় জল জমতে পারে। বিশেষ করে নীচু জায়গাগুলি জলমগ্ন হলে, বিপাকে পড়বেন সাধারণ মানুষ। গ্রামের দিকে মাটির বাড়িতে রয়েছেন যাঁরা, তাঁদের সাবধান হতে বলা হয়েছে।  বাড়ি থেকে বেরনোর আগে আবহাওয়ার হাল-হকিকত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে সকলকে। উপকূল এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

পশ্চিমবঙ্গের পাশাপাশি, ২২ অগাস্ট পর্যন্ত সিকিম, অসম, মেঘালয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড ওড়িশা,অরুণাচলপ্রদেশ, নাগাল্য়ান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় ২২ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal