NOW READING:
মৈপীঠে ফের বাঘের হামলা! বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে
February 10, 2025

মৈপীঠে ফের বাঘের হামলা! বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে

মৈপীঠে ফের বাঘের হামলা! বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে
Listen to this article



<p>ABP Ananda Live: মৈপীঠে ফের বাঘের হামলা! বাঘের মুখে বনকর্মী। বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে। গুরুতর জখম হন বন দফতরের ওই কর্মী। সকালে বন দফতরের তল্লাশির সময়, জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।</p>
<p>&nbsp;</p>
<p><strong>আজ ফের সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি</strong><br />&nbsp;</p>
<p>আজ ফের সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এর আগে ২৮ জানুয়ারির শুনানিতে গোটা প্যানেবই বাতিল করার আবেদন জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, নতুনভাবে নিয়োগে অনেক সমস্যা হবে। বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাঁদের সুযোগ দিতে হবে। সিপিএমের আইনজীবী সাংসদের অবস্থানের তীব্র সমালোচনায় সরব হন চাকরিরত শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য-অযোগ্যদের আলাদা করার প্রশ্নে একাধিকবার পিছিয়েছে চাকরি বাতিল মামলার শুনানি। গত বছরের ১৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। শুনানিতে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। সেদিন সুপ্রিম কোর্ট মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার ওপরে জোর দিয়েছিল। সম্ভাব্য কোন উপায়ে তা করা যায়, সেই ইঙ্গিতও দেওয়া হয়।c</p>



Source link