NOW READING:
জেলায় জেলায় ট্যাব ‘কেলেঙ্কারি’, তদন্তের দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের, ‘কীভাবে বাইরে গেল OTP? .
November 11, 2024

জেলায় জেলায় ট্যাব ‘কেলেঙ্কারি’, তদন্তের দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের, ‘কীভাবে বাইরে গেল OTP? .

জেলায় জেলায় ট্যাব ‘কেলেঙ্কারি’, তদন্তের দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের, ‘কীভাবে বাইরে গেল OTP? .
Listen to this article


কলকাতা: জেলায় জেলায় ট্যাব ‘কেলেঙ্কারি’, তদন্ত দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের। ‘ভুয়ো অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা চলে যাচ্ছে, সাইবার ক্রাইম শাখা তদন্ত করুক’, দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের। ‘সরকারি পোর্টাল থেকে কীভাবে বাইরে গেল ওটিপি? ঘটনায় সাইবার-তদন্ত না হয়ে, নিরীহ প্রধান শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে’, নেপথ্যে বৃহত্তর চক্র রয়েছে, অভিযোগ প্রধান শিক্ষকদের সংগঠনের।

WB Tab Scam: জেলায় জেলায় ট্যাব 'কেলেঙ্কারি', তদন্তের দাবি প্রধান শিক্ষকদের সংগঠনের, 'কীভাবে বাইরে গেল OTP? ..

 মালদা ও উত্তর ২৪ পরগনায় ট্যাব-কেলেঙ্কারির অভিযোগ।  মালদার ৩ স্কুলে একাদশ-দ্বাদশের ১৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে! বনগাঁয় দুই স্কুলের ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেইনি ট্যাবের টাকা।স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ।বনগাঁয় ট্যাবের টাকা আসেনি অনেক ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে । সমস্যায় ছাত্রছাত্রীরা , থানায় অভিযোগ জানাল স্কুল কর্তৃপক্ষ। উত্তর ২৪ পরগনার বনগাঁর কবি কেশব লাল বিদ্যাপীঠের একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণীর ২২ জন ছাত্র ছাত্রী একাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। তাদের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়েছে কি করে সেটা নিয়ে সংশয়ে রয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সমস্যার সমাধানের জন্য বনগাঁ থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে স্কুলের তরফ থেকে। 

আরও পড়ুন, ২২ জেলায় পেট্রোলের দরে বদল ! আজ জ্বালানি ভরাতে খরচ কত কলকাতায় ?

বনগাঁ শক্তিগড় হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৬ জন ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি । তাদেরও অ্যাকাউন্ট নাম্বার গুলি পরিবর্তন হয়ে গিয়েছে । এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানার দ্বারস্থ হয়েছে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের কিছু ছাত্র ছাত্রীর একাউন্টে ট্যাবের টাকা আসেনি । অ্যাকাউন্টে নাম্বার পরিবর্তন হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে । দ্রুত সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে মেল করা হয়েছে ,  ডি আই অফিসে ও থানায় লিখিতভাবে জানিয়েছেন বলে দাবি করেছেন। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা না পেয়ে সমস্যা শিকার । অনলাইনে ক্লাস করতে সমস্যা হচ্ছে । নিজেদের সমর্থ্য নেই ট্যাব কেনার । দ্রুত যাতে সমাধান হয় যাতে তারা ট্যাবের টাকা পায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ছাত্র-ছাত্রীরা । পুলিশ সূত্রে খবর কি করে অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়ে গেল লিখিত অভিযোগ পাওয়ার পরে সেটাকে খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

 

আরও দেখুন



Source link