NOW READING:
CAG রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অসঙ্গতির অভিযোগ। ফের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা দফতর
November 19, 2024

CAG রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অসঙ্গতির অভিযোগ। ফের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা দফতর

CAG রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অসঙ্গতির অভিযোগ। ফের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা দফতর
Listen to this article



<p>ABP Ananda Live: CAG রিপোর্টে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অসঙ্গতির অভিযোগ। ফের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা দফতর। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা দুর্নীতির তথ্য সামনে এসেছে CAG-এর রিপোর্টে।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>শাসকদলের নেতার উপর হামলায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে&nbsp;কেউ প্রশ্ন তুলছেন, ইনটেলিজেন্স নিয়ে, কেউ বলছেন গয়ংগচ্ছ রুটিন। পুলিশকে নিয়ে প্রকাশ্য়ে আসছে একের পর এক শাসক নেতার ক্ষোভ। কিন্তু তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনার পরই কেন পুলিশের ভূমিকা নিয়ে এত সমালোচনা? প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। (Susanta Ghosh)</p>
<p>কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা খাস কলকাতার আইনশৃঙ্খলা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আর সেই থেকে তৃণমূলেরই একাংশ যেভাবে পুলিশের সমালোচনা করছে, তা আবার কার্যত বিরোধীদেরও হার মানিয়ে দেবে। এর নেপথ্য়ে তৃণমূলের অন্দরের সমীকরণ আছে কি না, তা নিয়ে জল্পনার মধ্য়েই বিরোধীরা প্রশ্ন করছেন। (TMC News)</p>



Source link