<p><strong>হুগলি: </strong>ক্রমেই বাড়ছে আলু সহ অন্যান্য সবজির দাম। আর তাতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার আলুর দাম কেজি প্রতি ২ টাকা কমাল ব্যবসায়ীরা। কলকাতার বাজারে প্রতিকেজি ৩০ টাকায় মিলবে আলু। বৈঠক শেষে ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। </p>
<p><strong>কমছে আলুর দাম: </strong>দুদিন আগে আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। এরপর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে ময়দানে নামে টাস্ক ফোর্স। কলকাতার বাজারে আলুর জোগান যায় মূলত হুগলি জেলা থেকে। তাই হুগলির আলু ব্যবসায়ী ও হিমঘর সংগঠনের সদস্যদের নিয়ে এদিন বৈঠক করলেন কৃষিজ বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না। হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সদস্য পতিতপাবন দে সহ অন্যান্যরা।</p>
<p>বৈঠক শেষে কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, "আলুর দাম কমাতে টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেখানে মুখ্যসচিব মনোজ পন্থ বলেছিলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে।” সেই মত শনিবার মিটিং করেন মন্ত্রী। তিনি জানান, "ব্যবসায়ীরা ২৬ টাকা কেজি দরে পাইকারি আলু বিক্রি করবে। সেই আলু কলকাতায় ৩০ টাকার মধ্যে পাওয়া যাবে। সুফল বাংলায় কলকাতায় আমরা ২৮ টাকায় আলু বিক্রি করব। আগামী সোম-মঙ্গলবার থেকে এর প্রভাব পাওয়া যাবে। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছে কারণ সরকার চাপ দিয়েছে। ব্যবসায়ীরা গুরুত্ব না দিলে সরকার ব্যবস্থা নেবে। পাইকারি দর ২৬ টাকা হলে খুচরো বাজরে বেশি নিচ্ছে কিনা তাতেও নজরদারি করা হবে।” </p>
<p>বৈঠক শেষে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, "২৭ টাকা থেকে ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছিল বিভিন্ন পাইকারি বাজারে।আমরা সিদ্ধান্ত নিয়েছি ২৬ টাকায় সেই আলু দেওয়া হবে সোমবার থেকে। ভিন রাজ্যে আলু যেমন যাচ্ছে যাবে, আপাতত কোনও নিষেধাজ্ঞার কথা সরকার পক্ষ জানায়নি। এখনও হিমঘর গুলোতে প্রায় ১০ লক্ষ মেট্রিকটন আলু মজুত আছে। নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত হিমঘরে আলু সংরক্ষণ করে রাখার সময়। আমার ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা হিমঘর খোলা রাখার কথা মৌখিক ভাবে জানিয়েছি।”</p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em> </u></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="Deganga Dacoity: মহিলাদের ‘মা’ বলে ডাক, দেগঙ্গায় পরপর দুই বাড়িতে ডাকাতি" href="https://bengali.abplive.com/district/north-24-parganas-deganga-dacoity-habra-police-station-questions-about-security-1107293" target="_self">Deganga Dacoity: মহিলাদের ‘মা’ বলে ডাক, দেগঙ্গায় পরপর দুই বাড়িতে ডাকাতি</a></strong></p>
Source link
কলকাতার বাজারে কমছে আলুর দাম, মন্ত্রীর ইঙ্গিতে আশার আলো
