NOW READING:
জাল বার্থ সার্টিফিকেট দিয়ে ‘আসল’ পাসপোর্ট ! ৩ হাত ঘুরে লেনদেন, একের পর এক গ্রেফতার রাজ্যে
January 7, 2025

জাল বার্থ সার্টিফিকেট দিয়ে ‘আসল’ পাসপোর্ট ! ৩ হাত ঘুরে লেনদেন, একের পর এক গ্রেফতার রাজ্যে

জাল বার্থ সার্টিফিকেট দিয়ে ‘আসল’ পাসপোর্ট ! ৩ হাত ঘুরে লেনদেন, একের পর এক গ্রেফতার রাজ্যে
Listen to this article


হুগলি: জাল বার্থ সার্টিফিকেট দিয়ে ‘আসল’ পাসপোর্ট, আরও গ্রেফতার! বর্ধমান, সিঙ্গুরের পরে খানাকুল থেকে আরও গ্রেফতার। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, গ্রেফতারি বেড়ে ৫। হুগলি থেকে ভাস্কর সামন্তকে গ্রেফতার করল বর্ধমান পুলিশ।

ওয়েবসাইট তৈরি করে জাল বার্থ সার্টিফিকেট, হাতে পেলেই পাসপোর্ট! জেলায় জেলায় জাল নথি দিয়ে ‘আসল’ পাসপোর্ট তৈরির চক্র! বর্ধমান থেকে গ্রেফতারি সূত্র ধরে সিঙ্গুর, খানাকুল থেকে গ্রেফতার। জাল সার্টিফিকেটের তথ্য নিয়ে ৩ হাত ঘুরে মোটা অঙ্কের লেনদেন! বর্ধমানে জাল সার্টিফিকেট দেখে সন্দেহ, একের পর এক গ্রেফতার। 

আরও পড়ুন, গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূল নেতা খুন? স্ক্যানারে আরেক নেতা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও দেখুন



Source link