<p>ABP Ananda Live: কলকাতার স্কুলে ট্যাবের টাকা উধাও, উত্তর দিনাজপুরে গ্রেফতার! জেলায় জেলায় ‘তরুণের স্বপ্নের’ কোটি কোটি টাকা গায়েব! ট্যাব কেলেঙ্কারিতে এবার কলকাতা পুলিশের জালে ২ প্রতারক। সরশুনার স্কুলের ৩১জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে। চোপড়া থেকে ২ জনকে গ্রেফতার করল সরশুনা থানার পুলিশ এছাড়া, যাদবপুর ও কসবা থানাতেও ২টি স্কুলের তরফে অভিযোগ জমা পড়েছে। এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে ৫জন গ্রেফতার। </p>
<p> </p>
<p>আরও খবর, হাড়োয়ায় বুথের ১০০ মিটাররে মধ্যে শাসক দলের দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। বুথের কাছাকাছি দেওয়াল লিখন, প্রশাসনের নির্দেশে মোছা হল দেওয়াল লিখন। আরও খবর, আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন রয়েছে। উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ২২ কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই ছয় আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে না। যে ৬টি বিধানসভা আসনে ভোট হচ্ছে তার মধ্য়ে গতবার ৫টিতে জিতেছিল তৃণমূল। মাদারিহাট ছিল বিজেপির দখলে। বাংলা ছাড়াও আজ একাধিক রাজ্য়ে উপ নির্বাচন রয়েছে। ১০টি রাজ্য়ের ৩১টি বিধানসভা আসনে উপ নির্বাচন হচ্ছে। সবচেয়ে বেশি রাজস্থানে ৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে তারপরই রয়েছে বাংলা।</p>
Source link
জেলায় জেলায় ‘তরুণের স্বপ্নের’ টাকা গায়েব! এবার কলকাতা পুলিশের জালে ২ প্রতারক
Read Time:3 Minute, 29 Second