NOW READING:
পুরুলিয়ায় ভাঙা পড়ল রবীন্দ্র-মূর্তি! দুর্গাপুরে পতাকার আড়ালে নজরুল!
December 16, 2024

পুরুলিয়ায় ভাঙা পড়ল রবীন্দ্র-মূর্তি! দুর্গাপুরে পতাকার আড়ালে নজরুল!

পুরুলিয়ায় ভাঙা পড়ল রবীন্দ্র-মূর্তি! দুর্গাপুরে পতাকার আড়ালে নজরুল!
Listen to this article



<p>ABP Ananda Live: কোথাও উন্নয়নের দোহাই দিয়ে ভাঙা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি! কোনওখানে আবার রাজনৈতিক পতাকা আর ফ্লেক্স-ফেস্টুনের ভিড়ে ঢাকা পড়লেন কাজি নজরুল ইসলাম। রাজ্যের দুই জেলা, পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানের দুই ছবি ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। ২০২১ সালে, তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার দোরগোড়ায় গীতাঞ্জলি নামের বেদি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ঘটা করে উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। রবিবার দেখা গেল, সেখানে বেদির একাংশ থাকলেও, রবি-মূর্তির কোনও চিহ্নই নেই! ঘটনা ঘিরে শোরগোল পড়তেই পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের মুখে শোনা গেল উন্নয়নের আজব সাফাই। যদিও তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার এই কাজকে হঠকারী বলেই দাবি করেছে এলাকার তৃণমূল নেতৃত্বের একাংশ। অন্যদিকে, প্রায় একই বিপন্নতার ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সেখানে সিপিএমের এরিয়া কমিটির সম্মেলনের প্রচারের ধাক্কায় কার্যত আড়াল হয়ে গেলেন আরেক কবি!</p>



Source link