NOW READING:
মেয়েকে বকাবকি মায়ের, আবাসনের ছাদ থেকে মরণঝাঁপ নবম শ্রেণির ছাত্রীর
November 25, 2024

মেয়েকে বকাবকি মায়ের, আবাসনের ছাদ থেকে মরণঝাঁপ নবম শ্রেণির ছাত্রীর

মেয়েকে বকাবকি মায়ের, আবাসনের ছাদ থেকে মরণঝাঁপ নবম শ্রেণির ছাত্রীর
Listen to this article



<p>ABP Ananda Live: নিউ ব্যারাকপুরে আবাসনের ছাদ থেকে মরণঝাঁপ। আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী, নিউ ব্যারাকপুরের এস এন ব্যানার্জি রোডের ঘটনা। স্থানীয়দের দাবি, গতকাল মা বকাবকি করেন মেয়েকে। কিশোরীকে পাঁচতলার ছাদের কার্নিশে বসে থাকতে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তার আগেই ঝাঁপ দেয় ওই কিশোরী। কী কারণে আত্মঘাতী, খতিয়ে দেখছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই?&nbsp;</p>
<p>&nbsp;ছুটির দিনে শহরে ফের আগুন আতঙ্ক। এবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। দোতলার বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। সন্ধেয় হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে।</p>



Source link