<p>ABP Ananda Live: পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতির করুণ চিত্র তুলে ধরল কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক। সংসদে পেশ করা একই লিখিত বিবৃতিতে তারা জানিয়েছে, গত পাঁচ বছর এ রাজ্য থেকে পাত্তাড়ি গুটিয়ে অন্য রাজ্যে চলে গেছে মোট ২ হাজার ২২৭ টি কোম্পানি। এর মধ্যে এমন বড় ৩৯ টি কোম্পানি আছে, যারা শেয়ার বাজারে নথিভুক্ত।</p>
<p> </p>
<p>আরও খবর, বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি! ফেনি-চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার। ‘প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে’, হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, ওকালতনামা নিয়ে গেলেও জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ চট্টগ্রাম আদালতের।</p>
Source link
বঙ্গের শিল্প পরিস্থিতির করুণ চিত্র তুলে ধরল কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক

+ There are no comments
Add yours