<p><strong>কলকাতা:</strong> চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করে সিঙ্গল বেঞ্চে ধাক্কা, এবার ডিভিশন বেঞ্চে সরকার-স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলা দায়ের। নিয়োগে দুর্নীতি, তাও অভিজ্ঞতার জন্য কেন ১০ নম্বর? SSC নতুন পরীক্ষা বিধি খারিজের দাবি। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ২০১৬-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা।অভয়ার বিচারের দাবিতে ফের রাজপথে জুনিয়র ডাক্তাররা। ৮ অগাস্টের মধ্যরাতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল। পরের দিন আর জি করে জমায়েত। বিচার চান খোদ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি! মন্তেশ্বরে হামলায় দলের নেতার বিরুদ্ধেই নালিশের পাহাড়। বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় দিলীপ? বরফ গলার ইঙ্গিত দিয়ে শমীকের ডাকে সাড়া। সল্টলেকের দফতরে হাজির প্রাক্তন রাজ্য সভাপতি। কসবাকাণ্ডে নাড্ডার কাছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট।</p>
Source link
কলেজে কলেজে মনোজিৎ মডেল, ছবি প্রকাশ শুভেন্দুর
