NOW READING:
এবার লন্ডনের উদ্দেশে যাত্রা মুখ্যমন্ত্রীর
March 22, 2025

এবার লন্ডনের উদ্দেশে যাত্রা মুখ্যমন্ত্রীর

এবার লন্ডনের উদ্দেশে যাত্রা মুখ্যমন্ত্রীর
Listen to this article


হিন্দুদের উপর হামলার অভিযোগে এবার রামপুরহাটে শুভেন্দু। রুখে দাঁড়ানোর ডাক। সাঁইথিয়ায় বিশাল জমায়েতে হুঙ্কার। বললেন, “এ লড়াই টিকে থাকার লড়াই, যার যা সাহায্য লাগে করব।” (Suvendu Adhikari)

তমলুকের পর হলদিয়া। রবিবার শুভেন্দুর মিছিল-সভায় হাইকোর্টের অনুমতি। দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শব্দবিধি মেনে কর্মসূচিতে সম্মতি। (West Bengal Assembly Elections 2026)

বছর ঘুরলেই ভোট। ১৮০ আসনের টার্গেট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণে তৃণমূল। ট্র্যাক রেকর্ড ধরলে ৬৮টি পেতে পারে বলে কটাক্ষ দেবাংশুর। (TMC News)

যাদবপুর থেকে পাটুলি। নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই ‘অধিনায়ক অভিষেক’ পতাকায় ছয়লাপ। রবিবার রণকৌশল বৈঠকের আগে পোস্টার ঘিরে জল্পনা। (Abhishek Banerjee)

ছাব্বিশের ভোটের আগে হিন্দুত্বের অস্ত্রে শান। সিউড়ি থেকে রায়গঞ্জ–বিজেপির পোস্টারের পাল্টা পোস্টার তৃণমূলের। জবাবে ফের পোস্টার গেরুয়া শিবিরের। (Trinamool News)

রাস্তার উদ্বোধন করতে গিয়ে খড়গপুরে বিক্ষোভের মুখে মেজাজ হারালেন দিলীপ। বললেন, “৫০০ টাকা নিয়ে ঘেউঘেউ করছে।” (BJP News)

সাংসদ, বিধায়ক নন, তাহলে পুরসভাকে না জানিয়ে কেন দলবল নিয়ে হঠাৎ এলাকায়? পাল্টা প্রশ্ন তৃণমূলের। দিলীপ বললেন, “আমি টাকা দিয়েছি…আমি এসেছি…।” (West Bengal Assembly Elections 2026)

 চব্বিশে সূচি বদল, পঁচিশে ম্যাচই হাতছাড়া। রামনবমীর জন্য নিরাপত্তা দিতে নারাজ কলকাতা পুলিশ, ইডেন থেকে KKR-LSG আইপিএলের ম্যাচ সরল গুয়াহাটিতে। 

শেখ শাহজাহানের বিরুদ্ধে জেল থেকে হুমকি দেওয়ার অভিযোগ।  খুনের চক্রান্তের অভিযোগে বিস্ফোরক অধীর। বললেন, “জেলেই আসামীকে খুনের সুপারি দিয়েছিল এক এসপি।” 

তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবির পরেই এবার বাংলায় হিংসা নিয়ে সংসদে সরব শমীক। 

পানিহাটির পুরপ্রধান পদে অভয়ার শেষকৃত্য-বিতর্কে নাম জড়ানো তৃণমূল কাউন্সিলর। প্রাইজ পোস্টিং, বলছে নিহত চিকিৎসকের পরিবার। 

প্রমাণ লোপাটের চেষ্টায় সক্রিয়তার অভিযোগ নিহত চিকিৎসকের পরিবারের। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 

আরজি কর-কাণ্ডে সুর্বণর পর বদলি অভীককে শাস্তি দেওয়া কমিটির চেয়ারম্যান। ডায়মন্ড হারবার থেকে পাঠানো হল বর্ধমানে। প্রতিহিংসা দেখছে চিকিৎসক সংগঠন। 

একের পর এক হামলা, ভয়ে কাঁপছেন খোদ মালদার তৃণমূল বিধায়ক! বললেন, “আমায় নিয়ে আমার ছেলে-মেয়ে,নাতি-নাতনির আতঙ্ক বেশি। একটি করেই সিভিক দিয়েছে।”

পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি থেকে জামাইয়ের অব্যাহতি। অভিযুক্ত হিসেবে নাম বাদ, ইডির আবেদনে সম্মতি আদালতের। 

মুক্তি পেয়েই দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শান্তনুর। বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন। পাশে দাঁড়ালেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। 

প্রাথমিক নিয়োগ মামলায় ২ বছর পরে জামিনে জেলমুক্ত শান্তনু। ফুল-মালা-শাঁখ বাজিয়ে বহিষ্কৃত যুব তৃণমূল নেতাকে বরণ। 

ওয়ার্ক অর্ডার ছাড়াই কাজের অভিযোগ। গয়েশপুরে তৃণমূলকর্মীদের হাতেই হামলার অভিযোগ কাউন্সিলরের! এসে দেখে নিন, পাল্টা পুরপ্রধান। 

 সুপ্রিম কোর্ট থেকে সোমবার হাইকোর্টে আর জি কর মামলার শুনানি। ফের সক্রিয় CBI, ঘটনার দিন ডিউটিতে থাকা গ্রুপ-ডি কর্মীদের জিজ্ঞাসাবাদ। 

SC-দের মন্দিরে প্রবেশের অনুমতির পরে গাজন উৎসবের নজরদারির দায়িত্বে জেলা জজ। ৩দিন অন্তর জেলা জজকে রিপোর্ট দিতে হবে ওসিকে, নির্দেশ হাইকোর্টের। 

হাইকোর্টের নির্দেশের পরেই কৃষ্ণনগরে এসসিদের উৎসব। কিছু হলে বাহিনী নিয়ে এসপিকে নির্দেশ দেবেন জেলা জজ, এমনিতে তো কথা শোনেন না বলে ভর্ৎসনা। 

ছাত্রের মৃত্যুর পরেও সেই মেন হস্টেল। র‍্যাগিং বিরোধী লিফলেট দেওয়াতেও যাদবপুরে র‍্যাগিংয়ের অভিযোগ! তদন্তে কমিটি গঠনের নির্দেশ বিশ্ববিদ্যালয়ে। 

বিজয়গড়ে ফ্ল্যাটের মধ্যেই তরুণীর রহস্যমৃত্যু। ঘর জুড়ে আবর্জনার স্তূপ! কীভাবে মৃত্যু, এত আবর্জনাই বা কেন? তদন্তে গলফগ্রিন থানার পুলিশ। 

জাতীয় সড়কেও রেষারেষি, ওভারটেক করতে গিয়ে বর্ধমানের আলমপুরে বাস দুর্ঘটনায় ৫০জন যাত্রী আহত। ভর্তি করা হল বর্ধমান মেডিক্যালে। 

বিধাননগর স্টেশনে রেল লাইন পেরোতে গিয়ে হঠাৎ ২দিকেই ট্রেন। রেলব্রিজ থেকে ঝাঁপ দিয়েও প্রাণে রক্ষা পেলেন না দক্ষিণদাঁড়ির মহিলা। স্বামীও গুরুতর আহত। 

চিৎপুর, বিটি রোড থেকে চিড়িয়ামোড়। রাতের শহরে ৪ ঘণ্টায় ৬ জায়গায় ছিনতাই! সিসি ফুটেজ দেখে পোস্তা থেকে বমাল ২ ছিনতাইবাজ গ্রেফতার, বাজেয়াপ্ত স্কুটার। 

সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। নেভাতে হিমশিম দমকল বাহিনী। আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা। 

মুখ্যমন্ত্রীর সফরের আগেই হিথরো বিমানবন্দরে আগুন। অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিভ্রাট। আপাতত বন্ধ বিমানবন্দর। বাতিল প্রায় তেরশোর বেশি উড়ান। 

তীব্র গরমের মধ্যেই হাওড়ায় নির্জলা ২২টি ওয়ার্ড! পাইপ লাইন ফেটে বিপত্তি। স্বাভাবিক হতে ৩-৪দিন, দাবি পুরসভার। জলের ট্যাঙ্ক পাঠাল কলকাতা পুরসভা। 

হাওড়ায় ভূগর্ভস্থ পাইপ লাইন ফেটে বিপত্তি, একের পর এক বাড়িতে ফাটল! পাইপ ভেঙে বাড়িতে ফাটল! 

জলের দাবিতে বিক্ষোভ মালদাতেও। হরিশ্চন্দ্রপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে মহিলাদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা। সমাধানের আশ্বাস বিধায়কের। 

শেষপর্যন্ত ব্যাঙ্ক ধর্মঘটের আপাতত প্রত্যাহার। ২৪ ও ২৫ মার্চের ধর্মধট স্থগিত। এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকের পরে সিদ্ধান্ত, জানাল ব্যাঙ্ক সংগঠনগুলি। 

প্রবল গরমের মধ্যেই কিছুটা স্বস্তি। পুরুলিয়া, বাঁকুড়া থেকে কলকাতা-দক্ষিণবঙ্গের একাংশে বর্ষণে কিছুটা নামল পারদ। 

শিলিগুড়িতে এবার সাইনবোর্ড-হোর্ডিংয়ে বাংলায় লেখা বাধ্যতামূলক। ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ থেকে কার্যকর।

৬ বছর পরে পর্যটকদের জন্য খুলে গেল পুরো বিশ্বভারতী। রবীন্দ্রভবন-সহ সব জায়গাই এবার ঘুরে দেখা যাবে, দায়িত্ব নিয়েই ঘোষণা নতুন উপাচার্যের। 



Source link