<p><strong>কলকাতা :</strong> ভর সন্ধেয় বেলঘরিয়ার ফিডার রোডে ‘গুলি’। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের। ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা। এক দুষ্কৃতীকে ধরে ফেললে, আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে বাইকে করে খড়দার দিকে চম্পট ২ দুষ্কৃতীর, দাবি স্থানীয়দের। ফিডার রোডের মতো জনবহুল এলাকায় ‘গুলি’, আতঙ্কে এলাকাবাসী।</p>
<p>জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরে দুই পুজো কমিটির বিবাদকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থা করার অভিযোগ। প্রতিবাদে মণ্ডপ ও রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যরা। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদে সরব হন তালপুকুর ধার পুজো কমিটি। বিবাদের সূত্রপাত, তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে। তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার অভিযোগ ওঠে অপর ক্লাবের বিরুদ্ধে। তারপরই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থার করার অভিযোগ করেন তালপুকুর ধার পুজো কমিটির সদস্যরা। অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলর। </p>
<p>বর্ধমান মেডিক্যালের মামলা নিয়ে উদ্বেগে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এই নিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকরা। মামলায় বর্ধমান মেডিক্যালের তরফে কেন কোনও আইনজীবী নেই, তা জানতে চেয়ে রবিবার মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করেন তাঁরা। মামলার আগামী শুনানিতে কলেজের তরফে আইনজীবী রাখার বিষয়টিকে নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে রাজ্যের মুখ্যসচিবকে৷ গত ১১ অক্টোবর বর্ধমান মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে দশ পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কাউন্সিল। নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা। সেই মামলার গত শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ কাউন্সিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে জানান, অভিযুক্তরা ক্লাস করতে পারবেন। কিন্তু, তাঁরা হস্টেলে প্রবেশ করতে পারবেন না। </p>
<p>এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় হচ্ছে রদবদল। সোমবার থেকে বাড়ছে সপ্তাহের কাজের দিনে মেট্রোর সংখ্যা। ১১৮ থেকে তা বেড়ে হচ্ছে ১৫০। তবে বউবাজার এলাকার কাজের জন্য এই লাইনের পশ্চিমমুখী সুড়ঙ্গ আংশিক বন্ধ থাকছে। ফলে শুধু পূর্বমুখী টানেলেই পাওয়া যাবে পূর্ণাঙ্গ পরিষেবা। অন্যদিকের লাইনের মেট্রোতে উঠতে হলে মহাকরণ স্টেশন থেকে বদল করতে হবে ট্রেন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, মাসখানেক এই ব্যবস্থা চালু থাকবে। </p>
Source link
তালডাংরায় সিভিক ভলান্টিয়ারকে দিয়ে প্রচারের অভিযোগ, ছবি পোস্ট করে দাবি শুভেন্দুর
Read Time:4 Minute, 24 Second