২ গোষ্ঠীর মধ্যে ফের অশান্তির-শঙ্কা,পুজো মিটলেও যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সামনে কড়া পাহারা
<p>নৈহাটিতে তৃণমূলকর্মী খুন, ফের শ্যাম বনাম অর্জুনের লড়াই। তৃণমূলকর্মী খুন, মূল অভিযুক্তের সঙ্গে অর্জুনের ছবি দিয়ে পড়ল পোস্টার। নৈহাটিতে তৃণমূলকর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনও ফেরার। অভিযুক্তের সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতার দাবি করে সোশাল মিডিয়ায় পোস্ট। মজদুর ভবনে অর্জুনের সঙ্গে রাজেশের ছবি পোস্ট তৃণমূল বিধায়কের </p>
<p>শহরে ফের দুর্ঘটনায় মৃত্যু। চিনার পার্কে বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ২১১ রুটের একটি বাস এসে ধাক্কা মারে এক বাইক আরোহীকে, খবর পুলিশসূত্রে। ঘটনাস্থলে পড়ে যান বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। </p>
<p>ব্যান্ডেল স্টেশনের কাছে রেলের উচ্ছেদ নোটিসের বিরোধিতা করে পথে নামল তৃণমূল। RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই দিলেন চুুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেলের আমবাগান এলাকায় রেল কোয়ার্টার থেকে উচ্ছেদের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নোটিস ঝোলানো হয়। এরপরই এলাকায় গিয়ে RPF-কে লাঠি-ঝাঁটা-জুতো আক্রমণের পরামর্শ দেন তৃণমূল বিধায়ক। প্রয়োজনে জমি নিলেও পুনর্বাসনের ব্যবস্থা করবে রেল, তৃণমূল রাজনীতি করছে, প্রতিক্রিয়া কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের।</p>
<p>পাওনা টাকা না মেটানোয় ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ। দেড় লক্ষ টাকা চেয়ে ব্যবসায়ীকে ফোন। অপহরণের ভিডিও তুলে পাঠানো হয় ভিডিও রেকর্ডিং। ফিল্মি কায়দায় উদ্ধার ব্যবসায়ীর ১৯ বছরের ছেলে।।গ্রেফতার ৪ অপহরণকারী, উদ্ধার অপহরণে ব্যবহৃত গাড়ি। তদন্তে নেমে অপহৃতকে উদ্ধার করল প্রগতি ময়দান থানার পুলিশ। মুক্তিপণের টাকা দেওয়ার সময় হাতেনাতে পাকড়াও অপহরণকারীরা</p>
<p>’বিয়ে’ বিতর্কে ইস্তফা ম্যাকাউটের অধ্যাপিকার। আগেই ছুটিতে পাঠিয়েছিল কর্তৃপক্ষ, এবার পদত্যাগ। হরিণঘাটার ম্যাকাউট ক্যাম্পাসে ‘বিয়ের’ ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। বিতর্কের জেরে পদত্যাগ অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের। আগে ম্যাকাউটের তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপিকার ‘নাটক’ তত্ত্ব খারিজ</p>
<p>বাইক নিয়ে চেজ করে টোটো থামিয়ে খুন। নৈহাটি হত্যাকাণ্ডে প্রকাশ্যে আরও এক CCTV ফুটেজ। CCTV ফুটেজে দেখা যাচ্ছে পালানোর সময়, বাইকে রাজেশের পিছনেই বসে রবি তাঁতি। সন্তোষ যাদব খুনের ঘটনায় অন্য়তম অভিযুক্ত রবি তাঁতি। ৩১ জানুয়ারি: তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে পাথর দিয়ে থেঁতলে খুন। FIR-এ নাম থাকা ৮ জনের মধ্য়ে ১ জন গ্রেফতার। এখনও অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ</p>
<p>তৃণমূল বনাম তৃণমূলের এলাকা দখলের লড়াইয়ে ফের উত্তপ্ত বেলেঘাটা। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর মা-ভাইকে ছুরির কোপ মারার অভিযোগ উঠল রাসমণি বাজার এলাকায়। তৃণমূল কর্মীর ভাইয়ের অভিযোগ, গতকাল দুপুরে সৌরভ দাস নামে একজন তাঁর দাদার খোঁজে বাড়িতে এসে হামলা চালায়। তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারার পাশাপাশি আক্রমণ করে তৃণমূল কর্মীর মাকেও। এখনও অধরা হামলাকারী। গত মাসেই তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বেলেঘাটার এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এবার সেই ৩৪ নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠল। </p>
Source link