শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা, আজ আদালতে পেশ
১। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে মমতার আক্রমণ (Mamata Banerjee)। পাল্টা ৫ পাতার খোলা চিঠি শুভেন্দুর। ভোট ব্যাঙ্কের স্বার্থে সীমান্ত রক্ষী বাহিনীর অবমাননার অভিযোগ। (Suvendu Adhikari)
২। অনুপ্রবেশকারীদের ভিড়ে ABT জঙ্গি! শ্রমিকের আড়ালে অসম থেকে বাংলায় ঢুকে শুরু সন্ত্রাসবাদী কার্যকলাপ। এক জঙ্গিকে জেরা করে বড় নেটওয়ার্কের হদিশ পেল অসম এসটিএফ। (Bangladeshi Infiltrators)
৩। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! উত্তর ২৪ পরগনায় পুলিশের তল্লাশি, পাসপোর্ট সেকশনে ভেরিফিকেশনের দায়িত্বে থাকা প্রাক্তন অফিসার গ্রেফতার! (Passport Fraud)
৪। কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল অফিসে বসেই পাসপোর্ট জালচক্র? জোড়-বিজোড়ের তারিখের সুযোগ নিয়ে বেছে বেছে ভেরিফিকেশনের নামে জালিয়াতি। (Kolkata Police)
৫। জন্মের জাল শংসাপত্র দিয়ে পাসপোর্টের ছক। বর্ধমানে ২জনকে গ্রেফতারির সূত্র ধরে হুগলির সিঙ্গুর থেকে আরও ২জন গ্রেফতার। নেপথ্যে আর কারা? তদন্তে পুলিশ।
৬। ২দিন পার, মোটিভ কী? মাস্টারমাইন্ডও বা কে? মালদায় তৃণমূল নেতা খুনে আরও ২জনের গ্রেফতারিতেও রহস্য। স্ত্রী বলছেন, বড় মাথা আছে। আসল অপরাধীদের যেন আড়াল না করা হয়। (Malda News)
৭। তৃণমূল নেতার বাড়ির কাছেই আততায়ীদের ঘাঁটি, জানতেই পারল না কেউ! আশ্রয় থেকে রুটম্যাপ-সাহায্যের অভিযোগে ২জন গ্রেফতার। কোর্ট-নজরদারিতে সিবিআই চান শুভেন্দু। (TMC News)
৮। মালদার পর এবার মুর্শিদাবাদ, ফের শ্যুটআউট। কর্মসূচিতে যাওয়ার সময় যানজটে তৃণমূলকর্মীদের বাস, বচসার সময় হঠাৎ গুলি।
৯। মালদা, মুর্শিদাবাদের পর বীরভূম। এবার খুনের আশঙ্কা করার পরই বীরভূমে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমা।
১০। মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, বোমার ভাণ্ডার। টার্গেট ছিলেন পুরসভার চেয়ারম্যান?
১১। দ্বিতীয় হুগলি সেতুতে প্রকাশ্যে বেনজির সংঘাতে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। (Babul Supriyo) (Abhijit Gangopadhyay)
১২। আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন। দেহ সৎকারে তাড়াহুড়ো থেকে সিবিআই-পুলিশের তদন্ত। ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। (RG Kar Case)
১৩। নিট পিজির কাউন্সেলিং নিয়ে কেন্দ্রের নির্দেশিকা ঘিরে বিতর্ক। কমল জেনারেল ক্যাটিগরির জন্য কাট অফ মার্কস। ন্যূনতম ১৫ শতাংশ নম্বর পেলেই মিলবে সুযোগ।
১৬। হঠাৎ ভাঙল উত্তর সিকিমের লাচুংয়ে লোহার সেতু। গ্যাংটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আটকে থাকা পর্যটকদের উদ্ধার। ঘুরপথে যাতায়াত।
১২। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত-বাংলাদেশে আটক মৎস্যজীবী আদানপ্রদান। ওপার বাংলা থেকে এপারে ফিরবেন ৯৫জন।