<p><strong>কলকাতা :</strong> নির্বাচনে ঘুরে দাঁড়াতে এবার তৃণমূল এবং বিজেপির পথেই হাঁটার সিদ্ধান্ত নিল সিপিএম। একটি পেশাদার সংস্থার তৈরি করা দীর্ঘ রিপোর্ট পেশ করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান এর মাধ্যমে দেখিয়ে দিল সিপিএমের দুর্বলতা কোথায়। শুধু তাই না এই দুর্বলতা থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তারও বেশ কিছু পর্যালোচনা নিয়েও আলোচনা হল সিপিএমে রাজ্য সম্মেলনে। তবে এই পেশাদারী সংস্থা অর্থের বিনিময় কিছু করছে না এমনটাই দাবি করেছেন দলের রাজ্য সম্পাদক।</p>
<p>ভোরে কেঁপে উঠল কলকাতা-সহ জেলা। কলকাতা, দমদম, ডায়মন্ড হারবার-সহ দুই ২৪ পরগনা, হলদিয়ায় কম্পন। সকাল ৬.১০: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত। ওড়িশা ও বাংলাদেশেও কম্পন অনুভূত । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১ । ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে ৩৪০ কিমি দূরে বঙ্গোপসাগরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিমি গভীরে।</p>
<p>ভোরে কেঁপে উঠল কলকাতা-সহ জেলা। দমদম, দুই ২৪ পরগনা, হলদিয়াতেও অনুভূত কম্পন। রিখটার স্কেলে মাত্রা ৫.১। এপিসেন্টার কলকাতা থেকে ৩৪০ কিমি দূরে বঙ্গোপসাগরে। </p>
<p>চণ্ডীতলা গুলিকাণ্ডে সাসপেন্ড প্রাক্তন IC জয়ন্ত পাল। ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মক্ষেত্র ছাড়েন প্রাক্তন IC’। ‘নিজের থানা এলাকা ছেড়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছিলেন প্রাক্তন IC’।চণ্ডীতলা গুলিকাণ্ডে পুলিশের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ১৯ ফেব্রুয়ারি: নিজের গাড়িতে গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার IC জয়ন্ত পাল।</p>
<p>মেদিনীপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের সমবায় নির্বাচন ঘিরে ধুন্ধুমার। সমবায় নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার। পুলিশের সামনেই সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ। মারধর করার অভিযোগ তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন।</p>
Source link
সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে ফের নির্বাচিত মহম্মদ সেলিম
