<p><strong>কলকাতা :</strong> আজ প্রয়াত হয়েছেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালির ‘দুর্গা’, উমা দাশগুপ্ত। সোমবার সকাল আটটা চল্লিশ নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। সপ্তাহখানের ধরে অসুস্থ ছিলেন তিনি। ছোটবেলা থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। স্কুলে পড়ার সময় তাঁর অভিনয় দেখেই সত্যজিৎ রায় তাঁকে। বেছে নিয়েছিলেন পথের পাঁচালির দুর্গার চরিত্রটির জন্য। প্রথম ছবিতে অভিনয় করেই বাংলা সিনেমার ইতিহাসে জায়গা করে নেন তিনি। তবে সিনে-দুনিয়ার লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করতেন উমা দাশগুপ্ত।</p>
<p>শাসনের খড়িবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার ২২ বছরের তরুণের ঝুলন্ত দেহ। পিটিয়ে মারার অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। দেহ উদ্ধারের পর গতকাল সন্ধেয় রণক্ষেত্রের চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা। পথ অবরোধ তুলতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ৫-৬ জন পুলিশ কর্মী জখম হন, শাসন থানার IC-কেও মারধর করা হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শাসন থানার পুলিশ।</p>
<p>৫ মাসের মধ্যে ফের কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। বেলা পৌনে ১১টা নাগাদ মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায়। আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। মলের অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। মলের একদিক বন্ধ করে দেওয়া হয়েছে</p>
<p>কলকাতার মেয়র পুলিশের ওপর ক্ষোভ উগরে দেওয়ার পর, শহরজুড়ে কলকাতা পুলিশের নাকা তল্লাশি। গার্ডেনরিচ উড়ালপুলের কাছে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম পুলিশ অফিসার। পশ্চিম বন্দর থানার সাব ইন্সপেক্টর রাজেশ মোদকের কানে আঘাত লাগে। তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। অভিযুক্ত বাইক চালক অর্জুন সিং-কে গ্রেফতার করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ</p>
<p>কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে কি রয়েছে জমি-বিবাদ? প্রশ্নটা উঠছে কারণ, গ্রেফতার হওয়ার পর মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজারের মুখে উঠে এসেছে ২ হাজার বর্গফুটের জমি দখলের কথা। কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের, গুলশন কলোনির ২ হাজার স্কোয়ারফিটের গুদামঘর ঘিরেই বিবাদের সূত্রপাত বলে অভিযোগ। লালবাজার সূত্রে খবর, বিহারের জামুইয়ে আসল বাড়ি গুলজারের। এক সময় কাজ করত দুবাইয়ে। সেখানে থেকে আয় করা টাকা দিয়ে ২০১১-১২ সালে কসবায় গোডাউন কেনে সে। অভিযোগ, সুশান্তর অনুগামীরা সেটি দখল করে নেয়। বার বার চেয়েও ফেরত না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে গুলজার। তারপরই হামলার ছক। ধরা পড়ার পর গুলজার যে জমির কথা বলেছিল, সেটি আসলে গোডাউন। </p>
Source link
এবার দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে হেনস্থার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর !
Read Time:4 Minute, 39 Second