<p><strong>কলকাতা:</strong> জঙ্গিদের সেফ প্যাসেজ দেওয়ার নির্দিষ্ট পরিকল্পনা? বারামুলা, অখনুর সেক্টরে টানা পাঁচদিন ধরে গুলি চালাচ্ছে পাকিস্তান। জবাব দিচ্ছে ভারতও।ভারতীয় প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান। এয়ার স্ট্রাইকের ভয়ে ইসলামাবাদ-লাহৌর আকাশসীমায় বিমান চলাচল কাল পর্যন্ত নিষিদ্ধ। পহেলগাঁওকাণ্ডের জবাবে ভারতের সামরিক হামলা আসন্ন। পরমাণু-অস্ত্রের আস্ফালনের মধ্যেই বলছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। সেনাকে তৈরি থাকার নির্দেশ। কাশ্মীরে গণহত্যা, জঙ্গিদের মদত দিয়ে ঘরেই বিদ্রোহের মুখে পাক সেনা প্রধান! ২ মে মাধ্যমিক, ৭ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। বেলা সাড়ে ১২টায় ফলপ্রকাশ। দুপুর ২টো থেকে জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। পরের দিন মার্কশিট। কাল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আজ যজ্ঞে থাকবেন মুখ্যমন্ত্রী।</p>
Source link
কাশ্মীরে গণহত্যা, জঙ্গিদের মদত দিয়ে ঘরেই বিদ্রোহের মুখে পাক সেনা প্রধান !
