টালিগঞ্জে টেকনিসিয়ান-পরিচালকদের সংঘাত তুঙ্গে, আজ থেকে কর্মবিরতিতে ডিরেক্টররা

Estimated read time 1 min read
Listen to this article



<p>টালিগঞ্জে টেকনিসিয়ান-পরিচালকদের সংঘাত তুঙ্গে। আজ থেকে কর্মবিরতিতে ডিরেক্টররা।</p>
<p>&nbsp;BGBS-এ ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। বাণিজ্য সম্মেলনের শেষদিনে ঘোষণা মুখ্যমন্ত্রীর।</p>
<p>অশোকনগরে খুব তাড়াতাড়ি তেল উত্তোলন করে বাণিজ্যিকভাবে কাজে লাগাবে ওনজিসি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে ১ টাকায় ১৫ একর জমি দিয়েছে রাজ্য। BGBS-এর সমাপ্তিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর।&nbsp;</p>
<p>বাংলা ভাগাভাগির রাজনীতি করে না। শিল্পের জন্য নিরাপদ জায়গা। বিভিন্ন ক্ষেত্রে নতুন মউ স্বাক্ষর। বাংলায় প্রচুর প্রকল্ল হবে। দারুণভাবে সফল অষ্টম BGBS। বললেন মুখ্যমন্ত্রী। &nbsp;</p>
<p>BGBS-এর মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বীরভূমে দেউচা-পাচামিতে খনন কাজ শুরু। কর্মীদের নিয়োগ করতে রেজিস্ট্রেশন।&nbsp;</p>
<p>কংগ্রেসের মডেল ফ্যামিলি ফার্স্ট, আমাদের নেশন ফার্স্ট। ২০১৪-র পর থেকে বিকাশের মডেল দেখছে দেশ। রাজ্যসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর।</p>
<p>সঞ্জয়ের ফাঁসি চায় রাজ্য ও সিবিআই। কার মামলা গ্রহণ করবে হাইকোর্ট? আজ রায় ঘোষণা করবেন বিচারপতি দেবাংশু বসাক।&nbsp;</p>
<p>এবার হাইকোর্টের নজরদারিতে চলবে আর জি করে দুর্নীতি মামলার বিচার। নির্দেশ বিচারপতির। ন্যায়বিচার দ্রুত করতে গেলে, ন্যায়বিচার নাও হতে পারে। মন্তব্য হাইকোর্টের।</p>
<p>২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ। ময়দানে তুলকালাম। যোগ্য-অযোগ্যদের পৃথক তালিকার দাবি। কালীঘাট অভিযানের আগেই আটকাল পুলিশ।&nbsp;</p>
<p>কল্যাণী এইমসে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা খারিজ। মামলাকারীর ভূমিকায় সন্দেহ হাইকোর্টের। মামলাকারীর ঘাড়ে বনদুক রেখে কেউ পিছন থেকে চালাচ্ছে, মন্তব্য প্রধান বিচারপতির।&nbsp;</p>
<p>ট্যাটুর সূত্রে কাটা মুণ্ড রহস্যের কিনারা। গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। স্ত্রী-র সঙ্গে নিহত হজরতের সম্পর্ক থাকার কথা জানতে পেরে নৃশংস খুন, দাবি পুলিশের।</p>
<p>নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে গ্রেফতার আরও ১। রিষড়ায় আত্মীয়ের বাড়ি থেকে পাকড়াও। এখনও অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ।&nbsp;</p>
<p>আবার মালদা। একের পর এক খুন, হামলার পর এবার বোমা বিস্ফোরণ। রতুয়ায় বোমা ফেটে জখম দুই নাবালক। মালদা মেডিক্যালে ভর্তি।&nbsp;</p>
<p>ছুটি ও বেতন নিয়ে বিবাদের জের। ছুরি নিয়ে সহকর্মীদের কোপ নিউটাউনের কারিগরি ভবনের কর্মীর। গ্রেফতার অভিযুক্ত।</p>
<p>গড়বেতায় অগ্নিকাণ্ড। রান্নার গ্যাসের দোকানে হঠাৎ আগুন। সিলিন্ডার বিস্ফোরণ।</p>
<p>ট্যাংরার হেলে পড়া বহুতলকাণ্ডে গ্রেফতার আরও ১। এবার জালে নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্না। ছেলের বাড়ি থেকে পাকড়াও।&nbsp;</p>
<p>সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা। গার্ডেনরিচে পুলিশ ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ। ধৃত ৩। কৃষ্ণনগরে দুই ক্লাবের সংঘর্ষে তুলকালাম।</p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours