<p>৩০ ডিসেম্বর জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। </p>
<p>প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে।</p>
<p>একজন গুরুকে হারালাম, পোস্ট রাহুলের। তাঁর সততা প্রেরণা, পোস্ট প্রিয়ঙ্কার। গভীর শোকপ্রকাশ নরেন্দ্র মোদির। ভারতের অর্থনৈতিক সংস্কারে অবদান অসামান্য। পোস্ট মমতার।</p>
<p>আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংহের শেষকৃত্য। আজ সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল। ৭ দিন ধরে জাতীয় শোক পালন। আজ সকাল এগারোটায় বৈঠক কেন্দ্রীয় মন্ত্রিসভার। </p>
<p>অভিষেকের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে ফোনে ৫ লক্ষ টাকা দাবির অভিযোগ। অভিষেকের অফিস থেকে থানায় অভিযোগ। কিড স্ট্রিটের MLA হস্টেল থেকে গ্রেফতার ৩।</p>
<p>আইপ্যাক কর্তার নাম করে কাটোয়া পুরসভার চেয়ারম্যানের কাছ থেকেও টাকা দাবি। এমএলএ হস্টেলের ৩১৭ নম্বর ঘর থেকে ফোন, দাবি পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির।</p>
<p>এমএলএ হস্টেলে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের অ্যালট করা ঘর থেকে গ্রেফতার। শেখ ইমরানের নামে ঘর বুক, দাবি পুলিশের। তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, পাল্টা নিখিল রঞ্জন দে।</p>
<p>ইউনূস-শাসনে বাংলাদেশে ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা। বান্দারবনে খ্রীস্টানদের ১৭টি বাড়িতে আগুন মৌলবাদীদের। কেউ সুরক্ষিত নয়, পোস্ট আওয়ামি লিগের।</p>
<p>বাংলাদেশে ৬৬৫৩টি সংখ্যালঘু নির্যাতন, সঙ্কটে মানবাধিকার। আসামি বানানো হয়েছে চিন্ময়কৃষ্ণকে। আন্তর্জাতিক আইন মানছে না ইউনূস সরকার। সরব রবীন্দ্র ঘোষ।</p>
<p>এক মাস জেলে বন্দি সন্ন্যাসী। বিচার ছাড়া চিন্ময়কৃষ্ণকে জেলে রাখার পরিকল্পনা ইউনূস সরকারের। ২ জানুয়ারি শুনানি। </p>
<p>আমাদের পাসপোর্ট তৈরিতে বারবার ভেরিফিকেশন, ৭৩ জনের ক্ষেত্রে কিছুই নয়। ভেরিফিরেশন পিওনরা করেছিল? ভুয়ো পাসপোর্ট মামলায় পুলিশকে তুলোধোনা বিচারকের।</p>
<p>গল্প শোনাবেন না। যাঁরা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা ? প্রশ্ন বিচারকের। সহকর্মী বলে আড়াল, সওয়াল অভিযুক্তদের আইনজীবীর। কী পদক্ষেপ দেখব, বললেন বিচারক।</p>
<p>ব্যবসায়ী ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ, যুক্ত ছিল অস্ত্রপাচারে। ভারতে নাশকতার জন্য জঙ্গিদের পাঠাত অস্ত্র। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য।</p>
<p>বাংলাদেশ থেকে জলপথে বাংলা হয়ে কীভাবে অস্ত্র আনা যায় ভারতে ? রেকি করতেই ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি জাভেদকে পাঠিয়েছিল পাক জঙ্গি সংগঠনগুলি। দাবি গোয়েন্দা সূত্রে।</p>
<p>অসমে ধৃত আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের টার্গেট ছিল পশ্চিমবঙ্গ? বাংলায় নাশকতার জন্য কোকড়াঝাড়ে মজুত হয়েছিল বিপুল অস্ত্র? অসম পুলিশের সঙ্গে তদন্তে রাজ্য পুলিশের STF-ও।</p>
<p>মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ, অর্জুন সিংহর বিরুদ্ধে এফআইআর তৃণমূলের। আজ ভাটপাড়া থানায় তলব। বক্তব্যে অনড় প্রাক্তন বিজেপি সাংসদ।</p>
<p>ধর্মতলায় ধর্নামঞ্চে চিকিৎসকদের আরও পাঁচ দিনের অবস্থানের অনুমতি হাইকোর্টের। বাঁধা হল সময়সীমা। ৩১ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুমতি।</p>
<p>বারোদিন পরেও অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর। পুলিশি তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ প্রোমোটারের। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি।</p>
<p>৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তুলে দেবেন সরকারি পরিষেবা। ৬ জানুয়ারি যাবেন গঙ্গাসাগরে। খতিয়ে দেখবেন মেলা-প্রস্তুতি।</p>
<p>এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন হিডকোর চেয়ারম্যান। এবার হিডকোর কাজ সরাসরি দেখবে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা বিভাগ।</p>
<p>সব জেলা সদরে তৈরি হবে বড় শপিং মল। জমি দেবে সরকার। দুটি তল থাকবে স্বনির্ভর গোষ্ঠীর জন্য। নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর।</p>
<p>পুরুলিয়ায় বাঘিনীকে খাঁচাবন্দি করতে নাজেহাল বনদফতর। এখনও রাইকা পাহাড় লাগোয়া জঙ্গলেই বাঘিনী। আলিপুরদুয়ারে চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ।</p>
Source link
আজ জগদ্দল থানায় হাজিরা দিলেন না অর্জুন সিংহ

+ There are no comments
Add yours