<p>শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন। একের পর বিস্ফোরণ। অনেকের আটকে থাকার আশঙ্কা। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল।<br /><br />বিধ্বংসী আগুনে ছারখার তপসিয়ার একের পর এক ঝুপড়ি। সর্বস্বান্ত বহু মানুষ। দমকলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ।<br /><br />পাসপোর্ট জালিয়াতির কিংপিন সমরেশের নেটওয়ার্ক বাংলাদেশেও! টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশকারীদের তথ্য জানতেই ছিল ওপারে যাতায়াত। রয়েছে একাধিক এজেন্টও। ফোনের কল লিস্ট থেকে মিলল তথ্য।<br /><br />সমরেশ-যোগে হাওড়া ও হুগলিতেও জাল পাসপোর্ট চক্র। কলকাতা পুলিশের নজরে আমতা, আরামবাগ, ভদ্রেশ্বরের পিএসকে। সমরেশের এক শাগরেদের খোঁজেও চলছে তল্লাশি।<br /><br />কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। বৈঠকখানা বাজারের পর এবার এ জে সি বোস রোডের হোটেল। এসটিএফের জালে ২। উদ্ধার ২টি 9mm পিস্তল, ১৮ রাউন্ড গুলি। আরও একজনের খোঁজে পুলিশ।<br /><br />পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ অংশ শিলিগুড়ি করিডর। চিন্তা নেই, এসএসবি আছে। সশস্ত্র সীমা সুরক্ষা বলের প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।<br /><br />জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর অবস্থান-বিক্ষোভ নিয়ে নতুন জট। ২৪, ২৫ ডিসেম্বরের কর্মসূচিতে আপত্তি রাজ্যের। কাল কেন বলেননি, প্রশ্ন বিচারপতির। রাজ্যের অহংয়ে আঘাত, প্রতিক্রিয়া ডাক্তারি সংগঠনের।</p>
<p>বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের ‘দাদাগিরি’! দোকানে ঢুকে হামলা, ব্যবসায়ীর ছেলেকে মারধর, দেড় লক্ষ টাকা লুঠের অভিযোগ। অস্বীকার শাসক নেতার।<br /><br />৬ দিন পার। চিলাপাতার জঙ্গল থেকে দিঘা। বাগুইআটির তোলাবাজ কাউন্সিলরের খোঁজে হানা পুলিশের। এবারও অধরা সমরেশ। প্রভাবশালী বলেই কি আড়ালের চেষ্টা? প্রশ্ন আক্রান্ত প্রোমোটারের।<br /><br />অম্বেডকর ইস্যুতে শীতকালীন অধিবেশনের শেষদিনেও উত্তপ্ত সংসদ। অনির্দিষ্টকালের জন্য মুলতুবি দুই কক্ষই। সংসদ চত্বরে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে কংগ্রেস-বিজেপি।<br /><br /></p>
Source link
শহরে ফের অগ্নিকাণ্ড, তপসিয়ায় বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন
Read Time:3 Minute, 27 Second