<p>সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর রিজেন্ট পার্ক। থানার নাকের ডগায় দুঃসাহসিক লুঠ, ফের প্রশ্নে শহরের নিরাপত্তা। এখনও অধরা দুষ্কৃতীরা।</p>
<p>রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুঠ। গৃহকর্ত্রী ফ্ল্যাটে ঢুকতেই পিছন থেকে ধাক্কা। মুখ বেঁধে, গলায় ছুরি ঠেকিয়ে লুঠ। </p>
<p>দমদম বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুঠ, এখনও অধরা দুষকৃতীরা। সিসি ক্যামেরাবন্দি হেলমেট পরা ডাকাতদলের ছবি। এখনও কাউকে ধরতেই পারল না পুলিশ। </p>
<p>লালবাজারের নাকের ডগায় বৈধ অস্ত্রের দোকানে বেআইনি গুলি-বন্দুকের কারবার! আরও এক কর্মী গ্রেফতার। জল গড়াবে কোথায়, জানি না, বললেন সরকারি আইনজীবী। </p>
<p>কলকাতায় ফের আগুন। সল্টলেকে বাড়ির মধ্যেই ঝলসে একজনের মৃত্যু। অল্পের জন্য স্ত্রী-মেয়ের রক্ষা। ধূমপানের জন্যেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান। </p>
<p>আজ বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর বকতৃতা, বয়কটের ডাক দিয়ে বাইরে ধর্নায় বিরোধী দলনেতা। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে সাসপেন্ড শুভেনদু সহ ৪ বিজেপি বিধায়ক।</p>
<p>মমতা-অভিষেক নিয়ে সুর বদল সৌগতর। </p>
<p>বীরভূমে ফের কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর লড়াই। পুলিশ পরিচয়ে ডেকে নানুরে অনুব্রত-ঘনিষ্ঠের উপর হামলার অভিযোগ। পাল্টা কঙ্কালিতলায় কাজল-ঘনিষ্ঠের বাড়িতে বোমা! </p>
<p>হলদিয়ায় এবার বিজেপির সাংসদ বনাম বিধায়ক! পৃথক শ্রমিক সংগঠন নিয়ে আক্রমণের পাল্টা আক্রমণ।</p>
<p>মণ্ডল সভাপতিদের নাম নিয়ে বিজেপিতে ফের বিদ্রোহ! </p>
<p>বড়তলায় নাবালিকাকে অপহরণ করে অত্যাচার, খুনের চেষ্টা। ঝাড়গ্রাম থেকে ধৃত, ৪০ দিনের মাথায় দোষী সাব্যস্ত। আজ সাজা ঘোষণা করবে নগর দায়রা আদালত। </p>
<p>আধার-ভোটার কার্ড থাকলেই কি ভারতীয়? অনুপ্রবেশকারীদেরও অনেকের জাল পরিচয়পত্র আছে। বর্ধমানের দম্পতি গ্রেফতার মামলায় প্রশ্ন হাইকোর্টের। </p>
<p>মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক। ২টি প্রশ্নের অঙ্কে হাত দিলেই নম্বর পাবে পরীক্ষার্থীরা। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত। </p>
<p>মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে পার্টি অফিসের উদ্বোধন করলেন খোদ তৃণমূল বিধায়ক! বিতর্কের মুখে নিন্দায় নেতৃত্ব। </p>
Source link
হরিয়ানা, মহারাষ্ট্রে হিন্দুরা এক হচ্ছেন, এতেই আতঙ্কিত মুখ্যমন্ত্রী: শুভেন্দু অধিকারী
