NOW READING:
ওয়াকফ-বিক্ষোভের নামে তাণ্ডব, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
April 17, 2025

ওয়াকফ-বিক্ষোভের নামে তাণ্ডব, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

ওয়াকফ-বিক্ষোভের নামে তাণ্ডব, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
Listen to this article



<p>ওয়াকফ-বিক্ষোভের নামে তাণ্ডব, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট (Supreme Court)। অশান্তি নিয়ে আমি চিন্তিত। কোর্টে যখন মামলা চলছে তখন হিংসা ঠিক নয়। মুর্শিদাবাদের নাম না করে বললেন প্রধান বিচারপতি।<br /><br />ধর্মনিরপেক্ষতার কথা বলে ২৬ নম্বর ধারা। যা সব সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ওয়াকফ শুনানিতেতে মন্তব্য সুপ্রিম কোর্টের। চাপ দেওয়ার জন্য হিংসা ঠিক নয়, সওয়াল কেন্দ্রের। <br /><br />ওয়াকফ অশান্তি নিয়ে শাহকে নিশানা মুখ্যমন্ত্রীর।&nbsp;<br /><br />জেন্সিদের দিয়ে কী করছেন? দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন শাহ। আক্রমণ মুখ্যমন্ত্রীর।<br /><br />মুর্শিদাবাদে নৈরাজ্যের আগুন। BSF-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর।&nbsp;<br /><br />BSF-কে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা আক্রমণ বিজেপির।&nbsp;<br /><br />মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, আঁচ কলকাতা। ডিজিপির সঙ্গে কথা বলতে চেয়ে ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত। আড়াই ঘণ্টা পরে রাস্তায় বসে বিক্ষোভের পর প্রবেশের অনুমিত।<br /><br />ভবানী ভবনের সামনে দফায় দফায় উত্তেজনা। প্রথমে অনুমতি না মেলায় পুলিশের সঙ্গে বচসা। পরে ডিজির সঙ্গে সাক্ষাৎ করে বেরনোর সময়েও ধস্তাধস্তি।</p>
<p>ঘরছাড়াদের দিয়ে ডিজিপির সঙ্গে দেখা করার পরেও সন্তষ্ট নন সুকান্ত।</p>
<p>মুর্শিদাবাদে হিংসা নিয়ে অভিযোগ জানাতে ডিজির সঙ্গে দেখা করতে ভবানীভবনে অখিল ভারতীয় সন্ত সমিতি। রাজীব কুমারের দেখা না পেয়ে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন সন্তরা।<br /><br />ওয়াকফ তাণ্ডবে তছনছ সংসার। প্রাণে বাঁচতে মুর্শিদাবাদ ছেড়ে ঝাড়খণ্ডে আশ্রয়।&nbsp;<br /><br />জান-মান বাঁচিয়ে এক কাপড়ে ঘর ছেড়েছেন। মালদার ত্রাণ শিবিরে মুর্শিদাবাদের ঘরছাড়াদের হাহাকার।&nbsp;<br /><br />সামশেরগঞ্জে বাড়ি থেকে বের করে বাবা-ছেলেকে কুপিয়ে খুন। শহিদ দিবস পালন বিজেপির। নন্দীগ্রাম থেকে বিধানসভা, মুরলীধর সেন লেন। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সুকান্ত-শুভেন্দুরা।<br /><br />মুর্শিদাবাদে নিহত ৩ জনের পরিবার পিছু ১০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারের টাকা নিতে অস্বীকার মৃত হরগোবিন্দ দাসের পরিবারের।<br /><br />মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তি। ওখানে কংগ্রেস জিতেছে, ওদের পরিস্থিতি সামলানো উচিত ছিল। নিশানা মুখ্যমন্ত্রীর। অশান্তির জন্য আপনিই দায়ী। পাল্টা অধীর।<br /><br />ওয়াকফ-আন্দোলন দিল্লিতে নিয়ে যান। ইমাম-মোয়েজ্জেমদের সভায় বার্তার মুখ্যমন্ত্রীর।&nbsp;<br /><br />মুর্শিদাবাদে অশান্তি নিয়ে যোগীর আক্রমণের পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের।<br /><br />ধুলিয়ান যেতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু। ডিভিশন বেঞ্চে আরেকটি মামলায় চলায় হস্তক্ষেপে নারাজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। <br /><br /></p>



Source link