<p>দলের একাংশ দুর্নীতিতে ডুবে, অস্বস্তি বাড়ালেন মদন মিত্র।</p>
<p>রাশিয়া থেকে আনা হয়েছে রাসায়নিক। জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করে তাঁকে ও শুভেনদুকে খুনের চক্রান্ত করছে পুলিশ। দুর্নীতি মামলায় ভবানীভবনে হাজিরা দিয়ে বিস্ফোরক অর্জুন সিংহ।</p>
<p>কোন কেমিক্যাল মানুষ মারার জন্য আসে, রাশিয়ার কোন কেমিক্যাল পাওয়া যায়, বিজেপি নেতা অর্জুনের প্রচুর অভিজ্ঞতা। কটাক্ষ কুণালের। মমতা কী করতে পারেন, অর্জুন জানেন। পাল্টা সুকান্ত।</p>
<p>ভাটপাড়ায় শ্যুটআউট, মৃত্যু। বাম আমলের প্রশংসা করে পুলিশের তীব্র সমালোচনা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। </p>
<p>ভাটপাড়ায় তৃণমূল নেতাকে ৫ মিনিটের অপারেশনে খুন। চায়ের দোকানে ঘিরে ধরে ৯ থেকে ১০ রাউন্ড গুলি। বদলা লে লিয়া বলে চম্পট দুষ্কৃতীদের। ধৃতের পুলিশ হেফাজত।</p>
<p>জেলে বসেই তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ছক? তিনমাস আগে জেল থেকে ছাড়া পায় কউসর ও সুজল। আকাশ-খুনের বদলা নিতেই ভাড়াটে খুনিদের বরাত, পুলিশ সূত্রে দাবি।</p>
<p>অশোক সাউ খুনের নেপথ্যে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ভাগ্নে রাজ পাণ্ডের, অভিযোগ নিহত তৃণমূল নেতার পরিবারের। কেউ উস্কানি দিচ্ছে, পাল্টা মনোজ পাণ্ডে। </p>
<p>দুষকৃতীদের সঙ্গে পুলিশের আঁতাঁত, জানিয়েছে মৃতের পরিবারের, দাবি বিজেপি নেতা অর্জুন সিংহের। অর্জুন ঘনিষ্ঠই জড়িত, পাল্টা জগদ্দলের তৃণমূল বিধায়ক।<br /><br /></p>
<p>জেলায় জেলায় ট্যাব প্রতারণা। কয়েক হাজার পড়ুয়ার টাকা গায়েব, গেছে অন্য অ্যাকাউন্টে। একই ছবি কলকাতাতেও। সিট গড়ল লালবাজার। উত্তর দিনাজপুরে গ্রেফতার এক।</p>
Source link
দলের একাংশ দুর্নীতিতে ডুবে, অস্বস্তি বাড়ালেন মদন মিত্র
