বাংলা-বিহার-ওড়িশা দাবির পর, এবার সেভেন সিস্টার্স-ও দখলের স্বপ্ন বাংলাদেশের !
![বাংলা-বিহার-ওড়িশা দাবির পর, এবার সেভেন সিস্টার্স-ও দখলের স্বপ্ন বাংলাদেশের ! বাংলা-বিহার-ওড়িশা দাবির পর, এবার সেভেন সিস্টার্স-ও দখলের স্বপ্ন বাংলাদেশের !](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/10/e3e4729639a870d0f51ab096170fecee1733825969714170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p><strong>কলকাতা :</strong> সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আর জি কর মামলার স্টেটাস রিপোর্ট পেশ। মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।</p>
<p>বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সাহায্য চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজ বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা। চিন্ময়ের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে, মুখে কালো কাপড় বেঁধে সোশাল মিডিয়ায় ছবি পোস্টের আর্জি। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী হিন্দুদের কাছে আর্জি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। কাল মন্দিরে মন্দিরে চিন্ময় দাসের মুক্তি চেয়ে গীতা পাঠের আহ্বান।</p>
<p>নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩। ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। কলকাতা থেকে কৃষ্ণনগরগামী লরির পিছনে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের ৩ যাত্রীর। শান্তিপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। </p>
<p>কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। প্রতারণা চক্র চালানোর অভিযোগে ধৃত ১৯। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। কল সেন্টারটিও সিল করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, নর্টন অ্যান্টি ভাইরাস এবং অন্যান্য সংস্থার কর্মচারী হিসাবে নিজেদের পরিচয় দিত ধৃতরা। বিদেশিদের কম্পিউটার ল্যাপটপে সফ্টওয়্যার ইনস্টল বা আপডেট করার অছিলায় প্রতারণা করা হত ।</p>
<p>কেউ বলছে ক্যানসার, কেউ বলছে জঙ্গি সংগঠন, আবার কেউ কেউ অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে কট্টরপন্থী মৌলবাদীরা। এই প্রেক্ষাপটে এবার ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে, ইউনূস সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন।</p>
<p>বিএনপি নেতাদের হুমকি, পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর সওয়াল করে বিএনপির নিশানায় মমতা। ‘কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব। আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব? এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানোই আমাদের নীতি। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটাই অনুরোধ, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।</p>
Source link