<p><strong>কলকাতা :</strong> সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুঃসাহসিক লুঠে ঘনীভূত রহস্য। ‘গামছায় মাথা-মুখ ঢেকে ঢুকেছিল দুষ্কৃতীরা’, বাড়িতে ঢুকে ৩ তলায় বৃদ্ধার ঘরে পৌঁছে যায় দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে। কোন ঘরে বৃদ্ধা থাকেন কী করে জানল দুষ্কৃতী? নেপথ্যে পরিচিত কেউ? CC ক্যামেরা ভেঙে লুঠপাট, পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনাই পূর্ব পরিকল্পিত? নেপথ্যে পরিচিত কেউ? কেয়ারটেকারের বয়ান খতিয়ে দেখছে পুলিশ </p>
<p>ফের মালদা, এবার সাবিত্রী মিত্রর গাড়ি চালকের ওপর হামলা। আক্রান্ত কালিয়াচকের তৃণমূল বিধায়কের গাড়ি চালক। পুরাতন মালদায় সাবিত্রী মিত্রর গাড়ি চালকের ওপর হামলা। পরিবারকে নিয়ে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হামলা দুষ্কৃতীদের। তৃণমূল বিধায়কের গাড়ি চালককে কোপ মেরে চম্পট দুষ্কৃতীদের</p>
<p>আগুন-আতঙ্ক পিছু ছাড়ছে না কলকাতার। নারকেলডাঙা, শিয়ালদার পর এবার বাইপাস লাগোয়া আরুপোতা। এক সপ্তাহের মধ্যে তিনটি বড় অগ্নিকাণ্ড কলকাতায়। সকাল ১১টা নাগাদ আরুপোতার একটি গ্যারাজে প্রথম আগুন নজরে আসে। নিমেষের মধ্যে তা ভয়ঙ্কর চেহারা নেয়। আগুনের গ্রাসে চলে যায় কারখানায় থাকা একের পর এক গাড়ি। আশপাশে ঘরবাড়ি ও গোডাউন থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও প্রগতি ময়দান থানার পুলিশ। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। </p>
<p>হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM থেকে টাকা লুঠ। ভোররাতে আন্দুল রোডের ধারে আলমপুরে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুঠ ATM-র মধ্যে থাকা সব টাকা লুঠ করে চম্পট দুষ্কৃতীদের। সকালে রাস্তায় মেশিনের কাটা অংশ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য। লুঠের পর মেশিনে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরা। পিছনে সংগঠিত কোনও গ্যাং আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ</p>
<p>ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রিয়েলিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার টোপ। সেইসঙ্গে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজের সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি। কয়েক দফায় ৩ লক্ষ ৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। ঘোলা থেকে অর্ঘ্যজিৎ দত্ত নামে এক যুবককে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেকে প্রোডাকশন সংস্থার ভুয়ো অফিস খুলে চলছিল প্রতারণা</p>
<p>অরক্ষিত এটিএমে সাইবার জালিয়াতির অভিযোগ। গতরাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চে ‘জালিয়াতি’। অভিযোগ, এটিএম মেশিনে কার্ড ইনসার্ট করতেই তা লক হয়ে যায়। বাধ্য হয়ে, এটিএম মেশিনের গায়ে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করেন গ্রাহকরা। অভিযোগ, কার্ড আনলক করার জন্য, হেল্পলাইন থেকে বলা হয়, পিন নম্বর দিয়ে ক্যানসেল বাটন প্রেস করতে। অভিযোগ, সেই পদ্ধতি মেনে এগনোর পরই ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা। SBI-এর ব্যাঙ্ক লাগোয়া এটিএমে দুই গ্রাহকের দেড় লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ। সার্ভে পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ।</p>
Source link
খাস কলকাতায় ATM জালিয়াতি, ধাপে ধাপে ২ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লক্ষাধিক টাকা !
