খাস কলকাতায় ফের সামনে এল বাড়ি হেলে পড়ার ছবি,তপসিয়ায় বহুতলের উপর বিপজ্জনকভাবে হেলে বাড়ি
<p><strong>কলকাতা :</strong> কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় আজও কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়, গণ পরিবহণে তার প্রভাব পড়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সকাল থেকে বন্ধ ফেরি পরিষেবা। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-শাঁখাই, ও কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। কাটোয়া-শাঁখাই ঘাটটি কেতুগ্রাম সহ বীরভূম ও মুর্শিদাবাদের একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ফেরিঘাট। অন্যদিকে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটটি নদিয়ার সঙ্গে যোগাযোগকারী একমাত্র ফেরিঘাট। কুয়াশার দাপটে ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় বহু যাত্রী। </p>
<p>খাস কলকাতায় ফের সামনে এল বাড়ি হেলে পড়ার ছবি। এবার তপসিয়ায়। কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ওপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে আরেকটি বহুতল। এতটাই বিপজ্জনকভাবে তা হেলে পড়েছে, যে লোহার বিম ঝালাই করে তা ঠেকনা দিয়ে রাখতে হয়েছে!! এই ছবি তপসিয়ার ১২ নম্বর লোকনাথ বসু গার্ডেন লেনের। </p>
<p>গভীর রাতে ঘন কুয়াশার মধ্যেও বেপরোয়া গতিতে বাইক ছোটানোর অভিযোগ! তাও আবার হেলমেট ছাড়াই!! নিউটাউনের সাপুরজিতে দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী নদিয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ নিউটাউন থেকে সাপুরজি যাওয়ার দিকে ব্রিজ যেখানে শেষ হয়েছে, তার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। কুয়াশার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইক।</p>
<p>কুয়াশার দাপটে আজও ব্যাহত বিমান পরিষেবা। দৃশ্যমানতা কম থাকায় এদিন সকাল থেকে কলকাতা বিমানবন্দরে ফ্লাইটের উড়ান ও অবতরণে বিঘ্ন ঘটেছে। কুয়াশার কারণে ১৫টি বিমানের উড়তে দেরি। অবতরণে দেরি ৮টি উড়ানের। টারম্যাকে এসেও ফিরতে হয়েছে ৪টি বিমানকে। ঘন কুয়াশার কারণে কলকাতাগামী ৭টি বিমানকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। </p>
<p>বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়দের তাণ্ডব, চিকিৎসায় গাফিলতির অভিযোগে তুলকালাম। ডাক্তারদের ধাক্কা, হাসপাতালের কর্মীদের মারধরের অভিযোগ। আক্রান্ত পুলিশও, জখম ৫ পুলিশকর্মী। শক্তিগড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। </p>
<p>শিয়ালদা কোর্টের বিচারক তাঁর রায়ে, সিবিআইয়ের তদন্তকারী অফিসারের দিকে আঙুল তুলেছেন। CBI-এর তদন্তকারী অফিসার সীমা পাহুজা কোনও বাড়তি তদন্ত করেননি বলে জানিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।</p>
<p>আর জি কর মেডিক্যাল কলেজে পিজিটি তরুণীকে ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের পথেই CBI. নিম্ন আদালতে আমৃত্যু কারাবাসের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে আজ কলকাতা হাইকোর্টে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। </p>
Source link