NOW READING:
শিলিগুড়িতে DYFI-এর মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড, রাস্তায় বসে বিক্ষোভ সমর্থকদের
March 28, 2025

শিলিগুড়িতে DYFI-এর মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড, রাস্তায় বসে বিক্ষোভ সমর্থকদের

শিলিগুড়িতে DYFI-এর মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড, রাস্তায় বসে বিক্ষোভ সমর্থকদের
Listen to this article



<p><strong>কলকাতা :</strong> অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার পাল্টা, পুলিশি হেনস্থার অভিযোগ তুলে <a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a>ে মামলা অর্জুন সিংয়ের। জগদ্দলকাণ্ডের জল গড়াল আদালতে।অর্জুন সিং বলেন, ‘বিরোধী দলে আছি বলেই, আমার বিরুদ্ধে FIR দায়ের। রাতেই পুলিশ বাড়িতে তল্লাশি করে। আজ আবার ডেকে পাঠানো হয়েছে, দাবি অর্জুনের। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন হাইকোর্টে। মামলার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।&nbsp;</p>
<p>অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে ফের আজ পথে নামছে DYFI. বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক সিপিএমের যুব সংগঠনের। সংগঠনের তরফে দুপুর ১টায় শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েতের ডাক । উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে থাকবেন সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়</p>
<p>মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আর জি করের ক্ষেত্রে ওনার কিছু করার নেই, কারণ বিষয়টা কেন্দ্রীয় সংস্থার হাতে। কিন্তু, সেটা সত্যি নয়। কারণ প্রথমদিকে হাইকোর্ট মন্তব্য করেছিল, পুলিশ ও প্রশাসন নির্যাতিতার পক্ষে ছিল না, তাই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, মন্তব্য চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের।</p>
<p><a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a>ে আজ ফের আর জি কর মামলার শুনানি। আদালতের নির্দেশমতো CBI-এর আজ কেস ডায়েরি পেশ করার কথা। নতুন করে তদন্ত চেয়ে সুুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা-বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে, সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে শুরু হয়েছে শুনানি প্রথম দিনই আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছিল CBI।</p>
<p>অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিশৃঙ্খলা। বাংলায় শিল্প প্রস্তাবনা নিয়ে বলার সময় সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া প্রসঙ্গ তোলেন SFI সমর্থকরা। কেউ চলে যায়নি,পাল্টা দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে এখানে রাজনীতি করবেন না। রাজনীতি করতে হলে রাজ্যে গিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই শক্তিশালী করুন।</p>
<p>লন্ডনে থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এসব করিয়ে কি সিপিএম শূন্য থেকে এক হবে? বিশ্বমঞ্চেও ধিকৃত হল সিপিএম। কফিনে শেষ পেরেক পড়ে গেল। সরব দেবাংশু।&nbsp;&nbsp;</p>



Source link