NOW READING:
৮ দিন পার, এখনও অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর
December 23, 2024

৮ দিন পার, এখনও অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর

৮ দিন পার, এখনও অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর
Listen to this article



<p><strong>কলকাতা :</strong> বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু হতেই কাটমানি নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেল অশোকনগরের তৃণমূল বিধায়ককে। ইট-বালি-সিমেন্টের সিন্ডিকেটরাজ নিয়েও দিলেন বার্তা। আবাস যোজনা নিয়ে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। সেই কারণেই মুখরক্ষার চেষ্টা তৃণমূল বিধায়কের? কটাক্ষ করেছে বিজেপি।</p>
<p>মহম্মদ শাদ রাডি থেকে শাব শেখ। বাংলাদেশ থেকে এদেশে এসে নাম বদলে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তৈরি করে ফেলেছিল ধৃত জঙ্গি! ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল নাশকতার জাল! গোয়েন্দা সূত্রে খবর, আনসারুল্লা বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য় বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে।&nbsp;</p>
<p>এবার বেহালার ঠাকুরপুকুরে নতুন শাখা খুলল সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাঙ্কিং সেক্টরের কর্তাব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী, প্রাক্তন জাতীয় ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্টরা।</p>
<p>জেলা কমিটি নির্বাচন নিয়ে মতবিরোধের জেরে কমিটি থেকেই পদত্যাগ করলেন ১৮ জন। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রকাশ্যে সিপিএমের অন্দরের দ্বন্দ্ব। দলবাজি করে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন সদস্যদের একাংশ।</p>
<p>পাহাড়ে ফের পৃথক গোর্খা ল্যান্ডের দাবি, নতুন দল গঠন। হামরো পার্টি ভেঙে নতুন দল গঠনের ঘোষণা অজয় এডওয়ার্ডের । দার্জিলিঙে নতুন রাজনৈতিক দল দ্য ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট</p>
<p>এখনও বাগে আসেনি বাঘিনী। ওড়িশার সিমলিপাল জঙ্গল থেকে পালিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলমহলে। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় মিলেছে বাঘিনী যমুনার খোঁজ। তাকে ধরতে হিমশিম খাচ্ছেন বন দফতরের কর্মীরা। কাঁকড়াঝোড়ে বাঘ খুঁজতে নামে আধা সেনাও। স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশি। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গলমহলের বাসিন্দাদের।</p>



Source link