NOW READING:
তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের
March 18, 2025

তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের

তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের
Listen to this article



<p><strong>কলকাতা :</strong> কোচবিহারের মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা । সীমান্ত চুক্তি অমান্য করে মেখলিগঞ্জ সীমান্তে বাংলাদেশের দিকে ওয়াচ টাওয়ার তৈরি করছিল বিজিবি। তখনই বাধা দেয় বিএসএফ। বিএসএফের কথা অমান্য করেই ওয়াচ টাওয়ার তৈরি করতে থাকে বিজিবি। এরপরই বিএসএফ ও গ্রামবাসীরা মিলে এলাকায় কাঁটাতারের বেড়া দেন। তাতে বাধা দেয় বিজিবি ও বাংলাদেশীরা, এলাকায় উত্তেজনা তৈরি হয়। কার্যত চাপের মুখে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ বন্ধ রাখে বিজিবি ।</p>
<p>বিধানসভায় ফের ধর্ম-সংঘাতে তৃণমূল-বিজেপি। বিধানসভা থেকে ফের ওয়াকআউট বিজেপির । বিধানসভায় বিজেপির বিক্ষোভ, তুমুল হট্টগোল । দোলে ইন্টারনেট বন্ধ রেখে বিভিন্ন জায়গায় অসামাজিক কাজ করানোর অভিযোগ। অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব জমা দেন বিজেপি বিধায়করা। মুলতবি প্রস্তাব পাঠের অনুমতি দেন অধ্যক্ষ। বিধানসভায় আলোচনার পাশাপাশি সরকারের বিবৃতি দাবি বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের । অধ্যক্ষ সরকারের বিবৃতির দাবি খারিজ করলে বিজেপির ওয়াকআউট।</p>
<p>শিয়ালদার পর এবার বউবাজার, ফের কলকাতায় অস্ত্র উদ্ধার। বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিটে অস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী। ধৃত দুষ্কৃতীর নাম শেখ শাহনওয়াজ ওরফে সমীর। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও ছুরি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু ।</p>
<p>জলপাইগুড়ির রাজগঞ্জে ফের ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের। কেউ এরাজ্যেরই দুটি বুথের ভোটার, কেউ একই সঙ্গে বাংলা ও বিহারের ভোটার ! বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকাতে ভূতুড়ে ভোটারের খোঁজ, দাবি রাজগঞ্জের ব্লক তৃণমূল সভাপতির । একটি বুথেই ভোটার তালিকায় ৩৪ জন মৃত ব্যক্তির নাম, দাবি তৃণমূলের। এজন্য বুথ লেভেল অফিসারদের একাংশকেই কাঠগড়ায় তুলেছে শাসক শিবির।</p>
<p>তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরা হুমায়ুন কবীরের। দলের শৃঙ্খলা মেনেই চলব, শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর মন্তব্য হুমায়ুন। ‘দল নয়, আগে জাতি সত্তা’, আগের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক।</p>



Source link