শিয়ালদা স্টেশনে গ্রেফতার বাংলাদেশি মহিলা, ১২ দিন আগে বসিরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ
<p><strong>কলকাতা :</strong> বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সেদেশের পোশাক শিল্পকে। ভারতীয় পোশাক শিল্পের সঙ্গে জড়িত উদ্যোগপতিরা মনে করছেন, ঢাকার বর্তমান পরিস্থিতি, কলকাতার জন্য এখন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।</p>
<p>ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলা না মেলায় আমডাঙায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী নিজেও একজন তৃণমূল কর্মী বলে দাবি করেছে তাঁর পরিবার। বিজেপির কটাক্ষ ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন আমডাঙার তৃণমূল বিধায়ক।</p>
<p>১৯৯৭ সালে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। শনিবার একটি অনুষ্ঠানে তা নিয়েই আক্ষেপের সুর শোনা গেল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের গলায়। যদিও তাঁর এই বক্তব্য়ে একদমই সহমত নন কট্টর মমতা বন্দ্যোপাধ্য়ায় বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরী। এদিকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কৃতিত্বকে কুর্নিশ জানাতে গিয়ে সুভাষচন্দ্র বসুকে টেনে আনলেন কুণাল ঘোষ। প্রদীপ ভট্টাচার্যকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।</p>
<p>বাংলাদেশে চরম অস্থিরতা, ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদগারের মধ্যেই এবার পদ্মাপাড়ে যুদ্ধের মহড়া। রাজবাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বিগ্রেড গ্রুপের যুদ্ধের মহড়া খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অংশ নিয়েছিলেন সে দেশের তিন বাহিনীর প্রধানও। ইউনূস সরকার কি নতুন কোনও ইঙ্গিত দিতে চাইছে ?</p>
<p>রাজপুর-সোনারপুরে সন্দেহজনক তরল ঘিরে রহস্য। বাড়ি থেকে বের হচ্ছে সন্দেহজনক তরল। বাড়ির দেওয়ালে বাড়ছে কালো ছাপ। ওই তরল তেল জাতীয় কিছু, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চুঁইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ ওএনজিসির প্রতিনিধি দলের</p>
<p>এবার খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি নাগরিক! শিয়ালদা থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা। কোনও বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট দেখাতে পারেননি। কীভাবে, কাদের সাহায্য়ে অনুপ্রবেশ? খতিয়ে দেখছে পুলিশ। ধৃত বাংলাদেশির ১৪ দিনের জেল হেফাজত। ‘১২ দিন আগে বসিরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। কাজের খোঁজে ট্রেনে চেপে চলে যান মুম্বই। ধরপাকড় শুরু হওয়ায় ভয় পেয়ে গতকাল কলকাতায় চলে আসেন’, জেরায় দাবি ধৃত বাংলাদেশি মহিলার, পুলিশ সূত্রে খবর</p>
<p>লাগাতার হিন্দু-নিপীড়নের মধ্যেই ফের বাংলাদেশের যুদ্ধ-জিগির! স্বাধীনতার ইতিহাস ভুলে আরও বিশ্বাসঘাতক বাংলাদেশ! কট্টরপন্থীদের যুদ্ধ-যুদ্ধ হুঙ্কারের মধ্যেই যুদ্ধের মহড়া! যুদ্ধের জন্য তৈরি থাকার হুঙ্কার শান্তিতে নোবেল প্রাপক ইউনূসের!দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতার মধ্যেই ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান নিয়ে মহড়া! ভারতকে বার্তা দিতেই কি হঠাৎ সমরাস্ত্রের শক্তি প্রদর্শন বাংলাদেশের? নেপথ্যে পাকিস্তান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারেরও যুদ্ধের আস্ফালন!</p>
Source link