NOW READING:
আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে ? কমবে জিনিসপত্রের দাম ? অপেক্ষায় এ রাজ্যের সাধারণ মানুষও
February 1, 2025

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে ? কমবে জিনিসপত্রের দাম ? অপেক্ষায় এ রাজ্যের সাধারণ মানুষও

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে ? কমবে জিনিসপত্রের দাম ? অপেক্ষায় এ রাজ্যের সাধারণ মানুষও
Listen to this article



<p>বাঁকড়ায় কারখানার ভিতরে ঝাড়খণ্ডের শ্রমিকের রক্তাক্ত দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, মাথায় গুরুতর আঘাত। ১০ দিন আগে কাজে যোগ দিয়ে কেন খুন, ১ সহকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর দিন দশেক আগে বাঁকড়া মণ্ডলপাড়ায় চেয়ার তৈরির ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলে ঝাড়খণ্ডের জারজিস আনসারি। মৃত ওই ব্যক্তির বয়স ৩০ বছর। এর আগে ওই কারখানায় মাসখানেক আগে একজন কাজে যোগ দেন। একটি বহুতল বাড়ির নিচের তলায় ওই কারখানা। আজ ভোর রাতে স্থানীয় এক বাসিন্দা ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। গোটা শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। মাটির নিচে পড়ে থাকা দেহ রক্তে ভেসে যাচ্ছে। মাথায় গুরুতর আঘাত ছিল। পাশেই আহত অবস্থায় পড়ে ছিলেন তাঁর সহকর্মী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া পুলিশ ফাঁড়ি এবং ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী এবং র&zwj;্যাফ।</p>
<p>অস্ত্রোপচারেও হল না শেষ রক্ষা। ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটানে আক্রান্ত তরুণীর মৃত্যু হল হাসপাতালে। NRS হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ রফিয়া শাকিলের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল কলকাতা। শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথ হয়ে যায় রক্তাক্ত।&nbsp;আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে NRS হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারও হয়, তবে তাঁকে বাঁচানো যায়নি।&nbsp;হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর,&nbsp;বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক। জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে। মেট্রোপলিটানকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আটক করা হয়েছে. হামলাকারী ও তার সঙ্গী সহ ৩ জনকে।&nbsp;</p>
<p>মহাকুম্ভে পদপিষ্ট (Maha Kumbh Stampede) হওয়ার ঘটনায়, এবার উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথের ইস্তফার দাবি উঠল। দাবিটা তুললেন, খোদ জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তাঁর অভিযোগ, কুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁকা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী। শঙ্করাচার্যের দাবি, কুম্ভ পর্ব চলতে চলতেই ইস্তফা দেওয়া উচিত যোগী আদিত্যনাথের। তিনি এই পদের যোগ্য নন তিনি। বিরোধীরাও যোগী আদিত্য়নাথের পদত্য়াগের দাবিতে সরব হয়েছে। পাল্টা বিরোধীদের খোঁচা দিয়েছে বিজেপি।&nbsp;</p>



Source link