<p>মালদায় ফের শ্যুটআউট। রাস্তার শিলান্যাসে যাওয়ার সময় তৃণমূল অঞ্চল সভাপতির ওপর হামলা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূলকর্মীর। প্রকাশ্যে হাড়হিম করা ফুটেজ। <br /><br />মালদায় বেপরোয়া দুষকৃতী-রাজ! দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় ফের হামলা। এলোপাথাড়ি গুলি, ইট দিয়ে থেঁতলে দেওয়া হল মাথা! বড়সড় প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। <br /><br /><br />মালদায় একের পর এক খুন। বিস্ফোরক তৃণমূল বিধায়ক। (আবদুল গনির সট – দলের শীর্ষ নেতৃত্বের কথা কেউ শুনছে না। কোনও কিছু হলে পুলিশ অ্যাকশন নেয় না। কেউ কেউ ১ কোটি টাকা আয় করছে<br /><u><br />আবদুর রহিম বক্সির উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন হামলায় অভিযুক্ত জাকির শেখ। বেমালুম অস্বীকার জেলা সভাপতি। (আবদুর রহিম বক্সির ফোনো – তৃণমূলের কেউ নয়, আমি চিনি না)<br /></u><br /><u>বিতর্কিত সংস্থার রিঙ্গার ল্যাকটেটেই বিপত্তি। স্যালাইনকাণ্ডে প্রাথমিক রিপোর্টে সন্দেহ। অন্য রোগীদের স্যালাইন দেওয়ার পরও জ্বর-কাঁপুনি। তাও কেন ব্যবহার? মেদিনীপুর মেডিক্যালে CID।</u><br /><u><br /><br /></u>বিষাক্ত স্যালাইনে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। সংক্রমণের কারণে শরীরে রক্ত জমাট বাঁধছে না। ক্ষতিগ্রস্ত ফুসফুস, কিডনি।<br /><br />স্যালাইনকাণ্ডে এখনও ভেন্টিলেশনে ২ প্রসূতি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আরেকজন। ৩ প্রসূতির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।<br /><u><br />স্যালাইনকাণ্ডে বেআব্রু স্বাস্থ্য ব্যবস্থা। প্রকৃত তদন্ত না করে আর জি কর কাণ্ডে প্রতিবাদীদের জুনিয়র ডাক্তারদের দায়ী করা হচ্ছে। নাড্ডার হস্তক্ষেপ চেয়ে চিঠি বিজেপি সাংসদের।</u><br /><br /><u>নিষিদ্ধ বিতর্কিত RL স্যালাইন, বিকল্প কী? তুফানগঞ্জ হাসপাতালে স্যালাইনের সঙ্কট। কিনতে হচ্ছে বাইরে থেকে। যথেষ্ট পরিমাণে ওষুধ আছে, খোঁজ নিয়ে দেখছি, প্রতিক্রিয়া CMOH-এর। </u><br /><u><br />গার্ডেনরিচের পুনরাবৃত্তি এবার বাঘাযতীনে। বিদ্যাসাগর কলোনিতে হঠাৎ হেলে পড়ল নতুন বহুতল! অল্পের জন্য রক্ষা বাসিন্দাদের। লোহার জ্যাক দিয়ে বহুতল সোজা করতে যাওয়ার সময় বিপত্তি। </u></p>
<p>সোমবার বাংলাদেশ হাইকোর্টে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি। বিনা বিচারে দেড়মাস ধরে জেলবন্দি সন্ন্যাসী। এর আগে বারবার খারিজ জামিনের আর্জি।<br /><br />অসমের এক ব্যক্তির আধার লগ-ইনের পাসওয়ার্ড দিয়ে জাল আধার কার্ড তৈরি। ভারত-বাংলাদেশ সীমান্তে ভুয়ো নথি চক্রের পর্দাফাঁস। উদ্ধার প্রচুর জাল আধার। <br /><br />ভাটপাড়া গুলিকাণ্ডে NIA-এর হাতে গ্রেফতার তৃণমূল কর্মী। ধৃতের সোনু ওরফে মহম্মদ আমির। বিজেপি নেতা প্রিয়াঙগু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পাকড়াও। <br /><br /><u>মৈপীঠে ফের রয়্যাল বেঙ্গল আতঙ্ক। রবিবারই ধরা পড়ে পূর্ণবয়স্ক বাঘ। ২দিনের মাথায় ফের মৈপীঠে বাঘের ভয়। পুরুলিয়াতেও পায়ের ছাপ ঘিরে আতঙ্ক।<br /></u><br /> প্রয়াগরাজে মহাকুম্ভ। পৌষ পূর্ণিমায় ত্রিবেণী সঙ্গমে দেড় কোটির অবগাহন। শাহি স্নানে উপচে পড়া ভিড়। মকর সংক্রান্তি উপলক্ষ্যে পুণ্যার্থী সমাগম গঙ্গাসাগরেও।<u><br /></u></p>
Source link
বিষাক্ত রিঙ্গার ল্যাকটেটেই বিপত্তি, স্যালাইনকাণ্ডে প্রাথমিক রিপোর্টে সন্দেহ
