# Tags
#Blog

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, আতঙ্কে ঘুম ভাঙল শহরের

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, আতঙ্কে ঘুম ভাঙল শহরের
Listen to this article


কলকাতা: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর

১। সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, মোট পাঁচটি দেশে ভূমিকম্পে। নেপালের গোকর্ণেশ্বরের কাছে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১

ফের দিল্লি থেকে জালে ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। একটি হোটেল থেকেই পাকড়াও ৭। প্রত্যেকের কাছে ছিল ট্যুরিস্ট ভিসা, জাল নথিতে তৈরি পরিচয়পত্র, খবর পুলিশ সূত্রে। দিল্লিতে পাকড়াও ৯ বাংলাদেশি।

২। ঘাঁটি গেড়ে বসে থাকুন সীমান্তে। বাড়াতে হবে স্লিপার সেলের সংখ্যা। ধৃত এবিটি জঙ্গিদের কাছে আসত এমনই নির্দেশ। বাজেয়াপ্ত করা মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য। জঙ্গিদের ফোনে বিস্ফোরক তথ্য।

৩। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় কার্যকলাপ বাড়ানোর নির্দেশ এসেছিল শীর্ষ স্তর থেকে। দক্ষিণ ভারতে নতুন করে লোক পাঠানোও শুরু করেছিল জঙ্গিরা। তাই কেরল গিয়েছিল শাদ রাডি, খবর সূত্রের। দক্ষিণ ভারতেও যাচ্ছিল জঙ্গিরা !

৪। বাংলায় কোথায় ABT-র জাল? খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে ৭ দিনের হেফাজতে চাইল বেঙ্গল STF. বহরমপুর কোর্টে পৌঁছল অসম এসটিএফ-ও। ৭ দিন হেফাজতের আর্জি

৫। বাংলাদেশ থেকে ফিরলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। ওপারে অত্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর।

৬। মালদার তৃণমূল নেতা খুন। পাঁচদিনের মাথাতেও অধরা মাস্টারমাইন্ড, রহস্য মোটিভ নিয়েও। ফের বিস্ফোরক মৃতের স্ত্রী। 

৭। কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা। মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকার মাদক। গ্রেফতার মাদক পাচারকারী।

৮। চিনের পর ভারতেও মিলল HMPV-র সংক্রমণ। আক্রান্ত ব্যাঙ্গালোরের ৩ ও ৮ মাসের ২ শিশু। এক শিশু ভর্তি ব্যাপটিস্ট হাসপাতালে। ২ মাসের শিশু সংক্রমিত আমদাবাদেও। ভারতেও HMPV-র সংক্রমণ।

৯। জাল নথি দিয়ে পাসপোর্ট, এখন কে কোথায় লুকিয়ে? এবিপি আনন্দর অন্তর্তদন্তে পাসপোর্ট-চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য! পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতে সক্রিয় স্লিপার সেল, ছড়িয়ে পড়েছে ছদ্মবেশী জঙ্গিরা? কট্টরপন্থীদের পথেই যুদ্ধজিগির বাংলাদেশ সরকারের, সেনা মহড়া। 



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal