<p><strong>কলকাতা :</strong> প্রেম দিবসের দিন আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। ছয়দিন পর কবরস্থ দেহ উদ্ধার করলো কলকাতা পুলিশের উত্তর কাশিপুর থানার পুলিশ। দুটি পরীক্ষা দেওয়ার পর পাশের সিটের বান্ধবী পরীক্ষা দিচ্ছে না। অবাক হয়ে স্কুলে জানায় সহপাঠী পরীক্ষার্থী। স্কুলের শিক্ষকরা বিষয়টি জানায় থানায়। তারপরেই জানাজানি আত্মঘাতী হওয়ার ঘটনা। </p>
<p>আর জি কর-কাণ্ডে সিপি-সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি। ব্যক্তিগত কারণে মামলা ছাড়লেন প্রধান বিচারপতি। নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে দায়ের হয়েছিল মামলা। আর জি কর ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে হবে পরবর্তী শুনানি</p>
<p>বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ জমা পরল। বুধবার হিরন চট্টোপাধ্যায় তার বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন। তার অভিযোগ ছিল সরকার যে পুরস্কার পায়, তা অর্থের বিনিমযে। তার এই বক্তব্যের বিরুদ্ধে প্রিভিলেজি নোটিশ জমা দেওয়া হয়। অধ্যক্ষ জানিয়েছেন প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হল। উপযুক্ত তথ্য প্রমাণ তাকে এই কমিটির কাছে পেশ করতে হবে।</p>
<p>NRI-কোটায় মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় ফের তৎপর ED. কলকাতা, হাওড়া, কাঁথি, কাকদ্বীপ, শিলিগুড়ি-সহ ৬টি জায়গায় চলছে তল্লাশি। কেষ্টপুরে চিকিৎসক শুভাশিস চক্রবর্তীর ফ্ল্যাটে হানা দিয়েছেন ED-র আধিকারিকরা। সূত্রের খবর, কাঁথি মহকুমা হাসপাতালে ওই চিকিৎসকের মেয়ে অনাবাসী কোটায় ডাক্তারিতে ভর্তি হয়েছেন। কাঁথিতে সকাল থেকে তাঁর চেম্বার খোলা, কিন্তু চিকিৎসকের হদিশ মেলেনি। কাকদ্বীপের সুভাষনগরে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সাউয়ের বাড়িতেও চলছে তল্লাশি। ব্যবসায়ীর মেয়ে NRI-কোটায় মেডিক্যালে ভর্তি হয়েছেন বলে ED-র দাবি। শিলিগুড়ির হাকিমপাড়ায় এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ED. সূত্রের খবর, ব্যবসায়ী পরিবারের এক মেয়ে NRI-কোটায় মেডিক্যালে ভর্তি হয়েছেন। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে NRI-কোটায় মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে বোলপুর, দুর্গাপুর, হলদিয়া-সহ রাজ্যের ৭টি বেসরকারি মেডিক্যাল কলেজে হানা দেয় ED. এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে পড়ুয়ারা।</p>
<p>ট্যাংরায় দে পরিবারের ৩ সদস্য গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, ৩ জনই ICU-তে রয়েছে। গাড়ি দুর্ঘটনায় আহত প্রণয়ের ছেলের ডানহাতের হাড় ভাঙা। কাঁধের হাড় ও আঙুলে গতকাল অস্ত্রোপচার হয়েছে। প্রণয়েরও অস্ত্রোপচার হয়েছে, তাঁর ফিমার বোন ভাঙা ছিল। হাসপাতালে ICU-র বাইরে পুলিশ পাহারা রয়েছে।</p>
Source link
‘ট্যাংরায় ৩ জনকেই খুন করা হয়েছে’, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ
